মাদারীপুরের শিবচর উপজেলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ৪ দিন ব্যাপী ভ্রাম্যমাণ বই মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার শিল্পকলা একাডেমির চত্বরে এ মেলার শুভ উদ্বোধন করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম।
স্থানীয় নুরুল আমীন কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক এখলাছ উদ্দিন চুন্নুর সমন্বয়ে এ মেলা উদ্বোধনী হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাকসুদৃর রহমান
এসময় জেলার বিভিন্ন সাহিত্য সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।
মেলায় সাংস্কৃতি মন্ত্রনালয়ের সহযোগিতায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে এ মেলায় প্রায় ৮ হাজার বই, ২০ থেকে ৩০ ভাগ ছাড়ে বিক্রয় ও প্রদর্শন করা হবে।
মেলায় ইউনিট ইনচার্জ হিসেবে উপস্থিত আছেন দেব জ্যোতি মন্ডল। মেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে।
এআই