চাঁদপুরে একটি পণ্যবাহী জাহাজে হত্যাকাণ্ডের ঘটনায় মাগুরা মহম্মদপুর উপজেলার ২জন নিহত হয়। যার মধ্যে উপজেলার পলাশবাড়িয়া গ্রামের সজিবুল (৩০) মুন্সি নামে একজন নিহত হন। গত ৩ দিন আগে এই হত্যাকাণ্ডের ঘটনার পর সেই শোক সইতে না পেরে আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে মারা গেলেন নিহতে বাবা দাউদ মুন্সি (৬০)।
পারিবারিক সূত্রে জানা গেছে, সজিবুল জাহাজে চাকরি করার জন্য যায়। সেখানে একটি রহস্যজনক হত্যাকাণ্ড ঘটে। এতে ৭ জন নিহত হয়। সজিবুলের পিতা ও পরিবার সন্তান হারিয়ে শোকে ভেঙে পড়েন। সন্তানের নির্মম মৃত্যুর শোক সইতে না পেরে শুক্রবার ভোর রাতে তিনি মারা যান।
স্থানীয়রা জানায়, একই পরিবারে সন্তানের মৃত্যুর শোক শুকাতে না শুকাতে তার পিতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী বলছেন, যারা সজিবুলকে হত্যা করেছে তাদের দ্রুত বিচার করতে হবে। যাতে এমন ঘটনা আর কারো পরিবারে শোক না নামে। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী।
এইচএ