পাবনার ভাঙ্গুড়া উপজেলায় খানমরিচ ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার খানমরিচ ইউনিয়নের ময়দানদিঘী বাজারে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়দানদিঘী বাজার ইউনিটের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা আলী আজগর।
প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতে ইসলামীর তরবিয়াত সেক্রেটারি পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আলী আজগর বলেন, দেশে এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এ সময়ে আমাদের বসে থাকা যাবে না। আমাদের সামাজিকভাবে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা. মাওলানা মহির উদ্দিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম, জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট আমিনুল ইসলাম, খানমরিচ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সেক্রেটারি অধ্যাপক মনজিল ইসলাম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু হুরায়রা হৃদয় প্রমুখ।
এসময় ভাঙ্গুড়া উপজেলা জামায়াতে ইসলামীর অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এআই