এইমাত্র
  • অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্তে ক্র্যাবের নিন্দা
  • নৌযান শ্রমিক ধর্মঘট স্থগিত
  • এটা মুজিববাদের কবরের ঘোষণা: হাসনাত
  • রংপুর বিভাগে ২৪ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস
  • ২০২৬ সালের এসএসসির সিলেবাস ও মানবণ্টন প্রকাশ
  • দয়া করে আমার প্রতি একটু ইহসান করুন: মিজানুর রহমান আজহারী
  • কী হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর?
  • বাসের ছিল না ফিটনেস, চালকের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ
  • বিমানবন্দরে অর্ধ লক্ষাধিক নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত কায়কোবাদ
  • বিপিএলে জামাই-শ্বশুর দ্বৈরথ নিয়ে যা বললেন আফ্রিদি
  • আজ রবিবার, ১৫ পৌষ, ১৪৩১ | ২৯ ডিসেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    ভৈরবে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ না করলে মহাসড়ক অবরোধের ঘোষণা

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৯ পিএম
    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৯ পিএম

    ভৈরবে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ না করলে মহাসড়ক অবরোধের ঘোষণা

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৯ পিএম

    কিশোরগঞ্জের ভৈরবে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ না করলে মহাসড়ক অবরোধসহ বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের ঘোষনণা দেন মানববন্ধনের বক্তারা। এ সময় বিভিন্ন কারখানা মালিক ও শ্রমিক ও ব্যবসায়ীসহ স্থানীয় জনতারা উপস্থিত ছিলেন।

    আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা-সিলেট মহাসড়ক কমলপুর পৌর পার্কের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির আয়োজনে মানববন্ধনে ভৈরবের বিভিন্ন ব্যবসায়ী সমাজের মালিক, কর্মচারী, বাসা বাড়ির মালিক ও সাধারণ মানুষসহ কয়েক হাজার নারী পুরুষ সম্মিলিত ভাবে যোগদান করেন। একসময় মানববন্ধনটি বিক্ষোভ সমাবেশের রূপ নেয়।

    মানববন্ধনে ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সিনিয়র সভাপতি জাহিদুল হক জাবেদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র নেতা ব্যবসায়ী জিল্লুর রহমান, ফুট ওয়্যার মালিক সমিতির সিনিয়র সভাপতি মাসুদুর রহমান জিসান, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, ভৈরব প্যাকেজিং কারখানা মালিক সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মশার কয়েল মালিক শিল্প সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক মোরাদ আহমেদ, বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ, পাদুকা মালিক সমিতির সভাপতি মো. আল আমিন মিয়া ও সাধারণ সম্পাদক মো. আল আমিন, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক তানভির আহমেদ প্রমুখ।

    সমাবেশের সার্বিক সঞ্চালনায় ছিলেন ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আরাফাত ভূইয়া।

    আলোচনা সভায় বক্তারা বলেন, জনস্বার্থে বিদ্যুৎ এর প্রিপেইড মিটার স্থাপন স্থগিত রাখতে হবে। অশিক্ষিত মানুষরা প্রিপেইড মিটার বুঝে না। ভৈরবে ব্যবসায়ীরা লাখ লাখ টাকা বিদ্যুতের জন্য অগ্রিম পেমেন্ট করা ব্যবসা করা সম্ভব না। ফলে ব্যবসায়ীরা ব্যাপক লোকসানে পড়তে হবে। বেকার হয়ে পড়বে ভৈরবের কয়েক শতাধিক মালিক ও কয়েক লক্ষ শ্রমিক।

    বক্তারা আরো বলেন, বর্তমান কেয়ার টেকার সরকার আমলে প্রিপেইড মিটার স্থাপন করা যাবে না। অনির্বাচিত সরকার আমলে ব্যবসায়ীরা বিপাকে রয়েছে। আগামী দিনে নির্বাচিত সরকার আসলে প্রিপেইড মিটার ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হবে।

    এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৩ দিনের ভিতর প্রিপেইড মিটার বন্ধ না হলে কঠোর আন্দোলনে যাবে ভৈরবের ব্যবসায়ীসহ সর্বস্তরের জনতা।

    এসময় ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সিনিয়র সভাপতি জাহিদুল হক জাবেদ বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা বিদ্যুৎ প্রিপেইডের নামে লুটপাট করা হয়েছে। আওয়ামী দোসরদের ব্যবহার করে সামিট গ্রুপ চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান বিদ্যুৎ খাত থেকে কয়েক হাজার কোটি টাকা লুটপাট করে সিঙ্গাপুরের সেরা ধনী হয়েছেন। ভৈরবের ব্যবসায়ী সমাজ প্রিপেইড মিটার চাই না। আগামী তিন দিনের মধ্যে যদি প্রিপেইড মিটার বন্ধের বিষয়ে কোন সিদ্ধান্ত না আসে তাহলে ঢাকা সিলেট মহাসড়ক ও ভৈরব ময়মনসিংহ আঞ্চলিক সড়ক অবরোধ ও ভৈরব বিদ্যুৎ অফিস ঘেরাও করা হবে।

    আলোচনা শেষে ব্যাবসায়িক নেতৃবৃন্দ প্রিপেইড মিটার বন্ধের জন্য বিদ্যুৎ অফিসে এটি স্মারক প্রদান করেন।

    এ বিষয়ে বিদ্যুৎ অফিসের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন তালুকদার জানান, ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি স্মারকলিপি পেয়েছি। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবো।

    তিনি আরো বলেন, আমাদের কোম্পানি থেকে প্রিপেইড মিটার বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয়েছে। মানুষ নতুনত্ব নিতে চায় না। প্রিপেইড মিটার নিয়ে মানুষের মধ্যে ভুল ধারণা রয়েছে। যদিও প্রিপেইড মিটার ব্যবহার একটু কঠিন। ভৈরব শহরে ২৭শ’ প্রিপেইড গ্রাহক রয়েছে তারা সবাই সুফল পাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেয় আমার পক্ষ থেকে ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…