এইমাত্র
  • অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্তে ক্র্যাবের নিন্দা
  • নৌযান শ্রমিক ধর্মঘট স্থগিত
  • এটা মুজিববাদের কবরের ঘোষণা: হাসনাত
  • রংপুর বিভাগে ২৪ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস
  • ২০২৬ সালের এসএসসির সিলেবাস ও মানবণ্টন প্রকাশ
  • দয়া করে আমার প্রতি একটু ইহসান করুন: মিজানুর রহমান আজহারী
  • কী হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর?
  • বাসের ছিল না ফিটনেস, চালকের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ
  • বিমানবন্দরে অর্ধ লক্ষাধিক নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত কায়কোবাদ
  • বিপিএলে জামাই-শ্বশুর দ্বৈরথ নিয়ে যা বললেন আফ্রিদি
  • আজ রবিবার, ১৫ পৌষ, ১৪৩১ | ২৯ ডিসেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    স্বাস্থ্যসেবা নিশ্চিতে ‘ইগনাইট মিরসরাই’র ফ্রি মেডিকেল ক্যাম্প

    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৩ পিএম
    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৩ পিএম

    স্বাস্থ্যসেবা নিশ্চিতে ‘ইগনাইট মিরসরাই’র ফ্রি মেডিকেল ক্যাম্প

    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৩ পিএম

    চট্টগ্রামের মিরসরাই উপজেলার সামাজিক সংগঠন ‘ইগনাইট মিরসরাই’র উদ্যোগে এবং সমাজ সেবক ও অবসারপ্রাপ্ত সেনা সদস্য ফখরুদ্দীন নিজামীর পৃষ্ঠপোষকতায় ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ বিতরণ ও ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম সম্পন্ন হয়েছে।

    শুক্রবার (২৭ ডিসেম্বর) উপজেলার ওয়াদেপুর ইউনিয়নের খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় প্রায় তিন শতাধিক রোগিকে সেবা প্রদান করা হয়।

    সংগঠনের সহ-সভাপতি মো. শহিদ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ওয়াদেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন সেলিম।

    সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিনের যৌথ সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ১৫নং ওয়াদেপুর ইউনিয়নের জামায়াতে আমীর মাওলানা সিরাজুল ইসলাম।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১৫নং ওয়াদেপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ তোবারক হোসেন, ব্যবসায়ী ইউনূছ নবী মিনার, ইস্টার্ণ ব্যাংকের রিলেশানশীপ ম্যানেজার রেজাউল হান্নান চৌধুরী, মার্কেন্টাইল ইন্সুরেন্স লিঃ এর সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মীর হোসেন, ট্রাস্ট ব্যাংক পিএলসির প্রেন্সিপাল অফিসার মোঃ নাজিম উদ্দিন, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. মাঈন উদ্দিন, সমাজ সেবক ও রাজনীতিবিদ শফিকুল মাওলা প্রমুখ।

    এসময় রোগীদের সচেতনামূলক বক্তব্য ও সেবাদান করেন, মেডিসিন ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মো. নাজমুল ইসলাম রিয়াদ এবং মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ নুর তমিজ ভুঁইয়া রিয়াদ। এছাড়াও রোগীদের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়ে সহায়তা করে মিরসরাই সেবা হাসপাতাল কর্তৃপক্ষ।

    ইগনাইট মিরসরাই প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আকবর হোসেনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে ইগনাইট মিরসরাইয়ের কার্যকরী কমিটি ও ১৫নং ওয়াদেপুর ইউনিয়নের সদস্যসহ বিভিন্ন ইউনিয়নের সদস্যগণ উপস্থিত ছিলেন।

    সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন বলেন, ইগনাইট মিরসরাই মূলত শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে কাজ করে। কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা গরীব ও অসহায় রোগীদের সেবা প্রদানের জন্য এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করছি। উপজেলার ১৬টি ইউনিয়নে আমরা এই কর্মযজ্ঞ অব্যাহত রাখবো।

    সমাজ সেবক ফখরুদ্দীন নিজামী বলেন, মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির জন্য এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও ওয়াদেপুরের মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও জনবান্ধব নানা কার্যক্রম অব্যাহত থাকবে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…