বকেয়া বেতন, নাইট বিল এলাউঞ্জসহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন লাভেলো নামে আইসক্রিম কারখানার শ্রমিকরা। ওই সময় দাবি আদায়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।
রবিবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় শ্রমিকরা প্রায় এক ঘণ্টা ওই অবরোধ কর্মসূচি পালন করেন। পরে, বকেয়া পরিশোধের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
থানা পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার মেহেরাবাড়ি এলাকায় লাভেলো নামের ওই আইসক্রিম কারখানাটির অবস্থান। কারখানাটিতে দুই-আড়াই শ শ্রমিক কর্মরত। দুই মাসের বকেয়া বেতন, নাইট বিল, এলাউঞ্জসহ অন্যান্য দাবিতে আজ রবিবার সকালে কাজ বন্ধ করে কারখানার সামনে অবস্থান নেন শ্রমিকরা। পরে সকাল ৯টার দিকে তারা কারখানার নিকটবর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসেন এবং অবস্থান নেন।
ওই সময় ন্যায্য দাবি আদায়ে তারা বিক্ষোভ করতে থাকেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই স্থানের দুই পাশে দীর্ঘ যানজট লেগে যায়। ফলে দুভোর্গে পড়েন মহাসড়কে যাতায়াতকারী যাত্রীরা। খবর পেয়ে উপজেলা প্রশাসন, ভালুকা মডেল থানা, হাইওয়ে ও শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কথা বলেন।
পরে আগামী ৩১ ডিসেম্বর বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে যান।
অবরোধকারী শ্রমিকরা জানান, অক্টোবরের আংশিকসহ তাদের নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন বকেয়া পড়েছে। তাছাড়া, তাদের ১৬ মাসের নাইট বিল, ১৪ মাসের এলাউঞ্জ বকেয়া আছে। দেই দিচ্ছি করেও কর্তৃপক্ষ তাদের পাওনাদি পরিশোধ করছে না। ফলে, বাসাভাড়া, বাজার করতে তাদের সমস্যা হচ্ছে।
তাছাড়া, সরকারের ঘোষণা অনুসারে তাদের বেতন বাড়ানো হয় না। নানাবিধ কারণে তারা মহাসড়কে নেমে এসেছেন।
ভরাডোবা হাইওয়ে থানার ইন্সপেক্টক মো. জাহাঙ্গীর আলম জানান, বকেয়া বেতনসহ অন্যান্য কিছু দাবিতে লাভেলো আইসক্রিম কারখানার দেড় দুই শ শ্রমিক মহাসড়কে নেমে ছিল। পরে, কারখানা কর্তৃপক্ষ আগামী ৩১ ডিসেম্বর বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়।
এআই