মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের গাড়িতে কভার্ডভ্যানের ধাক্কায় উপ-পরিদর্শকসহ (এসআই) দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
রবিবার (২৯ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে মহাসড়কের তেতৈতলা এলাকার হাঁস পয়েন্ট এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- গজারিয়া থানার এসআই বিজন বাড়ৈ ও গাড়ি চালক মো. দিদার।
পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, ভোর রাত আনুমানিক ৪টার দিকে এসআই বিজন বাড়ৈ সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া কিলো-৩ টহল ডিউটিতে ছিলেন। এ সময় তেতৈতলা এলাকায় ইউ টান করার সময় পিছন থেকে একটি কাভার্ডভ্যান (চট্টগ্রাম মেট্টে ল ১১-৪১৮০) সজরে ধাক্কা দেয়। এ সময় পুলিশের গাড়িটির সামনে এবং পিছনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। এতে এসআই বিজন বাড়ৈ ও চালক মো. দিদার আহত হন।
কাভাড়ভ্যান জব্দ করা হয়েছে এবং ড্রাইভারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এআই