এইমাত্র
  • বাংলা‌দেশি-ভারতীয় আটক জেলেদের হস্তান্তর ৫ জানুয়া‌রি
  • খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন সোমবার
  • নতুন বছরে বুঝেশুনে খেলতে চান অভিনেত্রী ফারিন খান
  • দেশে নব্য ফ্যাসিবাদ চেপে বসেছে: জি এম কা‌দের
  • জামালপুরে যৌতুকের দাবিতে গর্ভবতী স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
  • অত্যাবশ্যকীয় জিনিসের শুল্ক জিরো করে দিয়েছি: অর্থ উপদেষ্টা
  • এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
  • একাত্তরে আপনাদের ভূমিকা কী ছিল, জামায়াতকে রিজভী
  • উখিয়ায় বাসের ধাক্কায় রোহিঙ্গাসহ মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফ্রিতে দেখা যাবে দেশের ৪৪ সিনেমা
  • আজ বৃহস্পতিবার, ১৯ পৌষ, ১৪৩১ | ২ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    শিবচরে ঐতিহ্যবাহী সালেহ কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান

    তামিম ইসমাইল, শিবচর (মাদারীপুর) প্রতি‌নি‌ধি প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:২০ পিএম
    তামিম ইসমাইল, শিবচর (মাদারীপুর) প্রতি‌নি‌ধি প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:২০ পিএম

    শিবচরে ঐতিহ্যবাহী সালেহ কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান

    তামিম ইসমাইল, শিবচর (মাদারীপুর) প্রতি‌নি‌ধি প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:২০ পিএম

    মাদারীপুরের শিবচরে সালেহ কল্যাণ ট্রাস্ট কর্তৃক বৃত্তি প্রদান করা হয়েছে।

    সোমবার (৩০ ডিসেম্বর) সকালে থেকে দিনব্যাপী উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মাফুজা নিশাত উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় শিবচর উপজেলার ৪৪ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬ টি মহাবিদ্যালয়ের ৬ জন করে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি দেওয়া হয়।

    জানা যায়, ১৯৮১ সালের মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর এলাকায় আলহাজ চৌধুরী ছইফউদ্দিন (সূর্য মিয়া) তার একমাত্র সন্তান মরহুম আবু জাফর সালেহ আহমেদ চৌধুরীর নামে এই কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। এ কল্যাণ ট্রাস্টের দ্বারা তিনি মাদারীপুরের রাজৈর উপজেলায় ১টি উচ্চ বিদ্যালয়, ১টি মহাবিদ্যালয়, শিবচর উপজেলায় দুইটি উচ্চ বিদ্যালয় ও একটি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠিত করেন। এছাড়াও রাজধানী ঢাকা ও মাদারীপুরে বিভিন্ন স্থানে কয়েকটি মসজিদ নির্মাণ করেন। এছাড়াও কয়েকটি প্রতিষ্ঠানে নিয়মিত অনুদান দেওয়া হয়। তারই অংশ হিসেবে গত করোনাকালীন সময়ে বন্ধ হওয়া ২০২২ সালে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হয়।

    সালেহ কল্যাল ট্রাস্টের ব্যবস্থাপক, সৈয়দ পারভেজ হোসেন বলেন, সালেহ কল্যাণ ট্রাস্ট প্রতি বছরই শিবচর উপজেলার সকল উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে ৬ জন করে শিক্ষার্থীদের (৮ম - ১০ম) শ্রেণির প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের ২০০০ টাকা এবং দ্বিতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের ১৫০০ টাকা ও কলেজ পর্যায় প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের ২৫০০ টাকা ও দ্বিতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের ২০০০ টাকা করে মেধা বৃত্তি দিয়ে থাকেন।

    অনুষ্ঠানে উপজেলার দত্তপাড়া মাহফুজা নিশাত বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন কবির, ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের অধ্যক্ষ হাফিজুল্লাহ মিয়া, নারিকেলবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ্ আলম, সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নান্নু মিয়াসহ রাজৈর উপজেলার কবিরাজপুরের ২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ও শিবচরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…