জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, সংস্কার নয়, সংবিধানকে বাংলাদেশের ছাত্র-জনতার দাবির উপযোগী করে নতুনভাবে লিখতে হবে।
বুধবার (১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণশক্তি সভার উদ্যোগে ‘রাষ্ট্র সংস্কার আকাঙ্ক্ষা ও সংবিধান’ শীর্ষক মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।
ড. হেলাল উদ্দিন বলেন, ‘তাদের (বিএনপি) বক্তব্য, বাংলাদেশের মানুষ নাকি সংস্কার বোঝে না। বাংলাদেশের জনগণ যদি সংস্কার না-ই বুঝতো, তাহলে কেন তারা জীবন দিলো, শহীদ হলো? জনগণ বুঝে-শুনেই জীবন দিয়েছে। সংস্কারের জন্যই জনগণ রক্ত দিয়েছে, শহীদ হয়েছে।’
জামায়াতের এই নেতা বলেন, ‘যে সংবিধান ন্যায়বিচার দিতে পারে না, সেই সংবিধান বাংলাদেশে টিকতে পারে না। যারা এই সংবিধানের জন্য মায়াকান্না করবে, তারা বাংলাদেশের পক্ষে না। তারা ভারতের পক্ষে।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর উদ্দেশে জামায়াতের এই নেতা বলেন, ‘ভারতের পণ্য বর্জন নিয়ে বড় বড় কথা বলেন। প্রেসক্লাবের সামনে তিনি ভারতের পণ্যে আগুন দেন, বর্জন করেন। অথচ গোপনে গোপনে ভারতের সঙ্গে আঁতাত করেন। যারা ছাত্র-জনতার মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবে তারা ভারতের লোক। বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র-জনতা ঐক্যবদ্ধ। ভারতের পাতানো ফাঁদে যারা পা দিতে চাচ্ছেন, জনতার মধ্যে ফাটল ধরাতে চাচ্ছেন, জনতা সেটি কোনভাবেই মেনে নেবে না।’
এ সময় গণশক্তি সভার অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এবি