এইমাত্র
  • সুবাতাস বইছে ঢাকা-দিল্লি সম্পর্কের পালে
  • মেসিকে রাষ্ট্রপতি পদক দিচ্ছে যুক্তরাষ্ট্র
  • নির্বাচনের দুটি সম্ভাব্য সময় জানালেন প্রধান উপদেষ্টা
  • জম্মু ও কাশ্মীরে ৩ ভারতীয় সেনা নিহত
  • বাধ্যতামূলক ছুটিতে ফার্স্ট সিকিউরিটির এমডি
  • আজহারীর মাহফিল শেষে থানায় জিডির হিড়িক!
  • ৩২ বছর গোসল না করে রেকর্ড ভারতীয় সাধক গঙ্গাপুরির
  • দেশটাকে পুটলা করেছে হাসিনা পরিবার: জামায়াত আমির
  • টেকনাফের নাফনদে কোস্টগার্ডের সাথে গোলাগুলি
  • দেশে নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত সৃষ্টি হয়েছে: মির্জা ফখরুল
  • আজ রবিবার, ২২ পৌষ, ১৪৩১ | ৫ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    সাংবাদিককে মারপিট করে মোটরসাইকেল কেড়ে নিলো স্বেচ্ছাসেবক দল নেতা

    জাহিদ হোসাইন, সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ২ জানুয়ারি ২০২৫, ০৯:৫১ পিএম
    জাহিদ হোসাইন, সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ২ জানুয়ারি ২০২৫, ০৯:৫১ পিএম

    সাংবাদিককে মারপিট করে মোটরসাইকেল কেড়ে নিলো স্বেচ্ছাসেবক দল নেতা

    জাহিদ হোসাইন, সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ২ জানুয়ারি ২০২৫, ০৯:৫১ পিএম

    দৈনিক স্পন্দন পত্রিকার পাটকেলঘাটা প্রতিনিধি ও পাটকেলঘাটা প্রেসক্লাবের সদস্য নাজমুল হাসান মিঠুকে মারপিট করে তার মোটরসাইকেল কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম ও বিএনপি কর্মী মোশাররফ হোসেনের বিরুদ্ধে।

    সোমবার(৩০ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে কুমিরা মহিলা কলেজের সামনে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় সাংবাদিক মিঠু মারাত্মক আহত হয়েছেন।

    সাংবাদিক নাজমুল হাসান মিঠু বলেন, 'সোমবার সকাল ১০ টার দিকে কুমিরা মহিলা কলেজের সামনে অশোক ডাক্তারের জমি মাপযোগ করা হচ্ছিল। অশোক ডাক্তারের জমির পাশে আমারও জমি থাকায় সেখানে আমাকে ডাকলে আমি সেখানে যায়। ৬/৭ মিনিট সেখানে থাকার পরপরই শরিফুল ইসলাম ও মোশাররফ এসে আমার উপর অতর্কিত হামলা করে। আমাকে তারা বেদম মারপিট করে। এরপর আমি সেখান থেকে কোন রকমে দৌঁড়ে পালিয়ে আসি। এসময় আমার মোটরসাইকেলটি তালাবদ্ধ অবস্থায় সেখানে ছিল। পরে শরিফুল ও মোশাররফ আমার মোটরসাইকেলের তালা ভেঙে তারা মোটরসাইকেলটি নিয়ে গেছে।'

    এ বিষয়ে জানতে চাইলে কুমিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম মারপিট ও মোটর সাইকেল নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, 'এখনতো শুধু মারপিট ও মোটরসাইকেল নিয়ে আসা হয়েছে। মিঠুর সাথে আমাদের এখনও অনেক হিসাব নিকাশ বাকি আছে। আর আমরা যে কাজ করেছি তা আমাদের উপরের মহল জানে।'

    তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি জানার পর তার সাথে কথা বলেছি। তবে সে কোন কথা শুনতে চাইনা।

    পাটকেলঘাটা থানার ওসি মোঃ মাইনুদ্দীন বলেন, 'বিষয়টি আমাকে কেউ জানায়নি বা এ ব্যাপারে কোন অভিযোগও দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…