'সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গিকার' এই প্রতিপাদ্য নিয়ে সাড়া দেশের সাথে ঝালকাঠিতেও পালিত হলো ভিডিপি দিবস-২০২৫।
রবিবার (০৫ জানুয়ারি) সকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বেলুন ও পতাকা উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
এসময় বিশেষ অতিথি ছিলেন, ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায়। দিবস উদ্বাধন শেষে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সড়ক প্রদক্ষিন করে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের দিনব্যাপি সেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সকল অনুষ্ঠানমালার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত।
এআই