দেশ এবং বিশ্ব নিয়ে যত বেশি গবেষণা করা হবে, কাজের ব্যাপ্তি তত প্রসারিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। তিনি বলেন, জীবনের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। একটি বিষয় নিয়ে যত বেশি অনুসন্ধান করা হবে এবং মস্তিষ্ক ও কাজের সংমিশ্রণে নিষ্ঠার সঙ্গে কাজ করা হবে, ততই গবেষণার প্রতি অনুপ্রেরণা তৈরি হবে। এর ফলে বিশ্বব্যাপী কাজের সুযোগ সৃষ্টি হবে।
রবিবার (৫ জানুয়ারি) বাকৃবি কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ এবং ডিন'স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ১০ জন শিক্ষার্থীকে কৃষিতে কৃতিত্বের জন্য ডিন'স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের কৃষি পাঠ্যসূচি শুধু কৃষির সঙ্গে সম্পর্কিত নয়। এখানে বিজ্ঞান, জীবপ্রযুক্তি, প্রকৌশল এবং রোগ নির্ণয়সহ বিভিন্ন বিষয়ের সংমিশ্রণ রয়েছে। জীবনের সাফল্য ভাগ্যের দ্বারা নয়, কর্মের মাধ্যমে আসে। শিক্ষকদের সংস্পর্শে কাজ কর এবং কৃষির ধারাবাহিক উন্নয়ন ধরে রাখো এটি আমার প্রত্যাশা।
অনুষ্ঠানে কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এছাড়াও অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী আশফাউল হক বলেন, কৃষি প্রধান দেশে কৃষি গবেষকদের গুরুত্ব অপরিসীম। দেশের বেশিরভাগ মানুষ অর্থনৈতিকভাবে কৃষির ওপর নির্ভরশীল। কৃষিকে আরো ফলনশীল এবং রোগ প্রতিরোধী করতে কৃষি গবেষণার বিকল্প নেই। গ্রামের কৃষি দেখেই আমি বেড়ে উঠেছি। দুঃখে জর্জরিত কৃষকের হাতে উন্নত বীজ ও সার তুলে দেওয়ার লক্ষ্যেই আমার এই অনুষদে আসা।
এইচএ