বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলা চলচ্চিত্রের প্রবীণ অভিনেতা প্রবীর মিত্র। শরীরে অক্সিজেন স্বল্পতাসহ বেশ কিছু অসুস্থতায় গত ২২ ডিসেম্বর তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
আজ রবিবার(০৬ জানুয়ারি) রাত সাড়ে ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পারি জমান প্রবীণ এ অভিনেতা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মিশা সওদাগর।
গতকাল শনিবার(০৫ জানুয়ারি) প্রবীর মিত্রের ছেলে মিথুন সময়ের কণ্ঠস্বরকে জানান, 'বাবার অবস্থা বেশি ভালো না। উনার ফুসফুসে ইনফেকশন হয়েছে, ভিতরে রক্ত ক্ষরণ হচ্ছে।'
১৯৬৯ সালে 'জলছবি' নামক একটি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে নাম লেখান প্রবীর মিত্র। নায়কের ভূমিকায় অভিনয় করে ক্যারিয়ারে শুরু করলেও পরে চরিত্রাভিনেতা হিসেবেই পর্দায় মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। দীর্ঘ চার দশকের বেশি সময়ে অভিনয় করেছেন অজস্র চলচ্চিত্রে।