এইমাত্র
  • যশোর হাসপাতালে প্রকাশ্যে দালাল চক্র, সহায়তার নামে প্রতারণা !
  • র‌্যাগিং এক ধরনের ফৌজদারি অপরাধ
  • বিলুপ্তির পথে কক্সবাজার সৈকতের লাল কাঁকড়া
  • মা-ছেলের আলিঙ্গন দেখে যা বললেন মিজানুর রহমান আজহারী
  • সাবেক এমপি শফিকুল গ্রেপ্তার
  • স্থানীয় নির্বাচনের মাধ্যমে নিরপেক্ষ পরিবেশ পাবে জনগণ: ভিপি নুর
  • সৌদিতে ভয়াবহ বন্যা, মক্কা-মদিনায় ‘হাই রেড অ্যালার্ট’
  • বডি শেমিংয়ের কারণে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলেন দিঘী
  • অবশেষে মুক্তি পাচ্ছে রোশান-রিয়েলীর 'মেকআপ'
  • ডিবির হারুন ও তাঁর ভাই শাহরিয়ারের আয়কর নথি জব্দের আদেশ
  • আজ বৃহস্পতিবার, ২৬ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫
    খেলা

    ম্যাচ হেরে মানসি বললেন, সিলেট নিজেদের চেয়ে প্রতিপক্ষ নিয়েই বেশি চিন্তিত

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৫, ১২:৩৩ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৫, ১২:৩৩ পিএম

    ম্যাচ হেরে মানসি বললেন, সিলেট নিজেদের চেয়ে প্রতিপক্ষ নিয়েই বেশি চিন্তিত

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৫, ১২:৩৩ পিএম

    ঘরের মাটিতে সিলেট স্ট্রাইকার্সের আরো একটি পরাজয়। গতকাল ফরচুন বরিশালের বিপক্ষে একপেশে এক লড়াইয়ে হারের মুখ দেখেছে সিলেট। দলের হয়ে এদিন ১৩ বলে ২৮ রানের মারমুখি ইনিংস খেলেন জর্জ মানসি। এছাড়া ব্যাটিং, বোলিংয়ে পারফরম্যান্স ভালো হলেও একসাথে সব ভালো না হওয়ার আফসোসে পুড়েছেন মানসি।

    ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মানসি বলেছেন, ‘আমার মনে হয় উইকেট বেশ ভালো ছিল। এমন ভালো উইকেটে আরও ভালোভাবে ব্যাট করতে হবে আপনাকে। আমরা যেভাবে আউট হয়েছি তা দেখলে বুঝতে পারবেন যে আমরা ভালো ব্যাট করতে পারিনি। আমাদের আরও লম্বা সময় ধরে ব্যাট করা উচিত ছিল। আসলে ৩ ম্যাচেই দেখবেন আমরা কিছু না কিছু জায়গায় ভালো করেছি। তবে অল্প কিছু জায়গায় খারাপ করেছি, মাঝে মাঝে ফিল্ডিংয়ে, মাঝে মাঝে বোলিংয়ে।'

    বরিশালের বিপক্ষে হারের জন্য তিনি অবশ্য দায় দিয়েছেন ব্যাটিং বিভাগকে, ‘আজকে ব্যাটিংটা ভালো হয়নি। টি-টোয়েন্টিতে জুটি অনেক জরুরি। আপনি চাইবেন না প্রতিপক্ষকে মোমেন্টাম দিয়ে দিতে। অনেক ইতিবাচক ব্যাপারও রয়েছে ৩ ম্যাচে। যদিও সবগুলোই হেরেছি।’

    অবশ্য হেরে যাওয়া ম্যাচ থেকেও কিছুটা ইতিবাচকতা ঠিকই পাচ্ছেন জর্জ মানসি, ‘আমার মনে হয় ২টি ম্যাচে আমরা কাগজে-কলমে আমাদের চেয়ে ভালো দলের সাথে খেলেছি। তারাও দারুণ ছিল, দল হিসেবে ভালো করেছে। তাদেরকে আমরা চাপেও রেখেছি কিছু সময়, তবে লম্বা সময় ধরে পারিনি।’

    মানসির ভাষ্য, দল হিসেবে সিলেট নিজেদের চেয়ে প্রতিপক্ষ নিয়েই বেশি চিন্তিত, ‘আসলে আমার কাছে মনে হয়ে এখানে ব্যাপারটি হচ্ছে কোথায় আমরা ভালো করছি সেখানে মনোযোগ দেওয়া। আমরা হয়ত প্রতিপক্ষ নিয়ে বেশি ভাবছি। নিজেরা কী করতে পারি, কীভাবে দাপুটে ক্রিকেট খেলতে পারি সেসব নিয়ে কম ভাবছি। দলের প্রতি আমার বার্তা হবে, যা করছি তাই করে যাওয়া, তবে একটু লম্বা সময়ের জন্য।’

    ‘আজকেও দেখবেন নতুন বলে আমরা ভয়ংকর ছিলাম, উইকেট তুলে ব্যাটিং দলকে চাপে ফেলে দিয়েছিলাম। কেবল লম্বা সময়ের জন্য এটি করতে হবে। ব্যাট হাতেও ভালো শুরু পেয়েছিলাম। এর আগে ২০০+ রানও করেছিলাম। অনেক কিছুই ভালো করছি। নিজেরা কী ভালো করতে পারি সেদিকে মনোযোগ দিতে হবে আমাদের এবং তা করে যেতে হবে।’ – যোগ করেন স্কটিশ এই ব্যাটিং অলরাউন্ডার।

    ৩ ম্যাচ হারলেও এখনই সব শেষ মনে করছেন না সিলেটের এই বিদেশি ক্রিকেটার, ‘অনেক সুযোগ দেখি। কাগজে-কলমে যারা অনেক ভালো দল তাদের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারছি। আরও কয়েকটি জায়গায় তাদের চাপে ফেলতে হবে। যদিও আমরা ৩ ম্যাচই হেরেছি, তবে অনেক ইতিবাচক দিক রয়েছে। প্ল্যান এ টা কাজে লাগাতে হবে বেশি সময় ধরে। তাদের উপর চাপ ধরে রাখতে হবে।'

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…