শীত এসেই গেল। সেই সঙ্গে এসে গেল লেপ-কম্বলের আদুরে ওমে আড়মোড়া ভাঙার সকাল। তবে লেপ-কম্বলও হয় নানান প্রকারের। শীতের মাত্রা বুঝে, ব্যবহারকারীর চাহিদা বুঝে তৈরি হয় বিভিন্ন রকমের লেপ-কম্বল। বিভিন্ন রকম লেপ-কম্বলের উদ্দেশ্য তো একই, শীত দূরীকরণ বা তাপানুকূলতা সৃষ্টি। কিন্তু এর আকারে, আয়তনে, পুরুত্বে, ম্যাটেরিয়ালে, স্টাইলে আছে প্রচুর ভিন্নতা। তাদের মধ্যে কম্ফোর্টার অন্যতম।
এই শীতে ১২৭৫ টাকায় কম্ফোর্টার দিচ্ছে স্বপ্ন সুপার শপ। পলি ফাইবার ও মিক্সড কটনের তৈরি হওয়ায় বেশ আরামদায়ক কিং সাইজের এই কম্ফোর্টারটি ইতোমধ্যেই ক্রেতা সাধারণদের মাঝে সাড়া জাগিয়েছে। রেগুলার প্রাইজ থেকে ডিসকাউন্ট দিয়ে বর্তমান এ দামটি নির্ধারণ করেছেন স্বপ্ন কতৃপক্ষ। গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) থেকে বিশেষ ছাড়ের এই কম্ফোর্টারটি আগামীকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পর্যন্ত স্বপ্নের যেকোন আউটলেটেই পাওয়া যাবে।