সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়ির পাশে গাঁজা সেবনে নিষেধ করায় বখাটেদের হামলায় আলিমুদ্দিন সরকার (৫৫) নামের এক প্রবাসীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাত ৯টায় উপজেলার পুঠিয়া সরকার পাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত আজিমুদ্দিন সরকার ওই গ্রামের মৃত মোসলেম উদ্দিন সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন মালয়েশিয়া থাকার পর গতবছর দেশে ফেরেন। ঘটনার পরে এলাকাবাসীর ধাওয়ায় হামলাকারী বখাটেরা পাবনা ল ১১-৬৬৬৪ নাম্বারের একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
খবর পেয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. আসলাম আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।
এলাকাবাসী ও নিহতের স্বজনেরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী ডায়া গ্রামের বেশকিছু বখাটে যুবক রাতের বেলায় ওই গ্রামে গিয়ে নেশাজাতীয় দ্রব্য সেবন ও গ্রামবাসীদের উত্যক্ত করে। মঙ্গলবার রাতে তাদের মাদক সেবনে নিষেধ করায় তারা উত্তেজিত হয়ে আজিমুদ্দিনকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী বখাটেদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. আসলাম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এবং ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করা হয়। সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এআই