সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গভীর রাতে গিয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল দিয়েছেন উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান। গভীর রাতে কম্বল পেয়ে খুশি শীতার্ত মানুষ।
বুধবার (০৮ জানুয়ারি) রাত ১১টার দিকে উল্লাপাড়া পৌর শহরে নিরাপত্তার কাজে দায়িত্বে থাকা মানুষদের কাছে কম্বল নিয়ে হাজির ওসি। পরে তিনি অর্ধ শতাধিক শীতার্ত এই লোকজনের হাতে তুলে দেন।
ওসি রাকিবুল হাসান বলেন, এ শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো। এছাড়াও পৌর শহরে যারা রাতে নিরাপত্তার দায়িত্বে থাকে, তারা অনেক কষ্ট করে শীতে। এই মানুষগুলো এমনিতেই অসহায়ভাবে জীবন-যাপন করে থাকে। তাই তাদের কথা চিন্তা করে কম্বল বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, দিনের বেলায় এ সকল লোকজন বিভিন্ন জায়গায় পেটের দায়ে কাজে ব্যস্ত থাকে বলে রাতের বেলায় খুঁজে খুঁজে তাদের হাতে কম্বল দিচ্ছি। এ কম্বল বিতরণ চলমান থাকবে বলে তিনি উল্লেখ্য করে সমাজের বৃত্তবানদেরকে এসব অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
এআই