এইমাত্র
  • এবার আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হলেন সাকিব
  • ৪৩তম বিসিএসের ২৬৭ জনকে সহকারী কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
  • দেশে চোরতন্ত্র তৈরি করেছিলো শেখ হাসিনা: প্রেস সচিব
  • তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প
  • মিরপুরে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
  • রুশ জ্বালানিখাতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের
  • দীর্ঘদিন পর নিজ দেশ পাকিস্তানে ফিরতে পেরে ব্যাপক খুশি মালালা
  • হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই, এটা ভারতও বিশ্বাস করে: সুলিভান
  • নির্বাচনী রোডম্যাপ শিগগিরই প্রকাশ করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • রাজনৈতিক দলগুলোকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত: সমাজকল্যাণ উপদেষ্টা
  • আজ শনিবার, ২৮ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    মাটিখেকো ধরতে গিয়ে প্রাণ যাচ্ছিল সার্ভেয়ার-আনসারের

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০৭:০৩ পিএম
    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০৭:০৩ পিএম

    মাটিখেকো ধরতে গিয়ে প্রাণ যাচ্ছিল সার্ভেয়ার-আনসারের

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০৭:০৩ পিএম
    অভিযানে জব্দ করা ডাম্পার ট্রাক।

    চট্টগ্রামের সাতকানিয়ায় মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে সহায়তা করতে গিয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও আনসার সদস্যরা।

    শনিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, সাতকানিয়ার ধর্মপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবৈধভাবে মাটি মাটা হচ্ছে। এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। এ সময় মাটি বহনকারী একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। অপর একটি ডাম্পার ট্রাক পালিয়ে যাওয়ার সময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও আনসার সদস্যদের চাপা দেয়ার চেষ্টা করে।

    সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, ‘দীর্ঘদিন থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে কৃষি জমির মাটি কেটে বিক্রি করে আসছিল একটি চক্র। অভিযোগ পেয়ে মাটি কাটার অপরাধে বিভিন্ন সময় জরিমানা ও স্কেভেটর জব্দ করা হয়েছে।’

    তিনি বলেন, ‘কৃষিজমির উর্বর মাটি কাটার কারণে চাষাবাদ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। পাশাপাশি মাটি পরিবহনের কারণে এলাকার রাস্তাঘাট দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

    নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, ‘প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এখন রাতের বেলায় বেশিরভাগ ফসলি জমি থেকে মাটি কাটছে। এসব মাটি রাতের বেলায় ডাম্পার ট্রাকে করে নিয়ে যাচ্ছে বিভিন্ন ইটভাটায়।’

    শনিবার (১১ জানুয়ারি) দুপুরের ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘অভিযানে যখন একটি ডাম্পার ট্রাক জব্দ করি। তখন আরেকটি ডাম্পার ট্রাক পালিয়ে যাওয়ার সময় আমার অফিসের সার্ভেয়ার ও আনসার সদস্যদের চাপা দেয়ার চেষ্টা করে পালিয়ে যাচ্ছিল মাটিখেকোরা। এদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।’

    এইচএ

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…