ময়মনসিংহের ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী উপজেলায় লাইসেন্সবিহীন, পরিবেশের জন্য ক্ষতিকর, পরিবেশ রক্ষার্থে এবং জনস্বাস্থ্যের জন্য হানিকর অবৈধ ইটভাটায় এ অভিযান করা হয়।
অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা (স্থাপন) নিয়ন্ত্রণ আইন ২০১৯ (সংশোধিত) আইনে কেআরবি ব্রিকসকে ২ লাখ, সূচনা ব্রিকসকে ২ লাখ, এএসবি বিক্সসকে ব্রিকসকে ২ লাখ এবং নিউ লাকী ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক। এসময় মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন ফুলপুর থানা পুলিশ।
অভিযান শেষে সহকারী কমিশনার জানান, পরিবেশ রক্ষায় ও জনস্বার্থে সরকারের পক্ষ থেকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সে মোতাবেক এধরনের অভিযান অব্যাহত থাকবে।
পিএম