এইমাত্র
  • ৭ দিনের মধ্যে মাগুরায় শিশু ধর্ষণ ও নিপীড়নের বিচার শুরু হবে
  • ময়মনসিংহে ধানখেতে পড়ে ছিল মিশুক চালকের মরদেহ
  • মসজিদে মাথা থেকে টুপি ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২
  • ইসিতেই এনআইডি সেবা রাখার দাবিতে ময়মনসিংহে কর্মবিরতি
  • মাহমুদউল্লাহ রিয়াদের অবসরে মন খারাপ বিসিবি সভাপতির
  • প্রথম তারাবিতে মসজিদে মসজিদে মুসল্লির ঢল
  • ঢাকার জলাবদ্ধতা নিরসনে সহযোগিতায় আগ্রহী নেদারল্যান্ডস: রাষ্ট্রদূত
  • ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে থ্রি-হুইলারের দৌরাত্ম্য
  • আছিয়াকে নিয়ে জামায়াত আমিরের পোস্ট
  • যশোরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ২৯ ফাল্গুন, ১৪৩১ | ১৩ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    চুয়াডাঙ্গায় ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ, আটক ২

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৫, ০৬:৫৯ পিএম
    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৫, ০৬:৫৯ পিএম

    চুয়াডাঙ্গায় ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ, আটক ২

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৫, ০৬:৫৯ পিএম

    চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১৮ টি স্বর্ণেরবারসহ দুই স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি সদস্যরা।

    মঙ্গলবার (০৪ মার্চ) বিকালে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল নাজমুল হাসান প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

    এর আগে, দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে একটি যাত্রীবাহী বাস গতিরোধ করে স্বর্ণেরবার গুলো উদ্ধার করা হয়।

    আটকৃত চোরাকারবারিরা চুয়াডাঙ্গা দামুড়হুদার পীরপুরকুল্লাহ গ্রামের মৃত খোদা বক্সের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও কুমিল্লা দেবীদ্বার হোসেনপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে লিটন খান (২৬)।

    চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল নাজমুল হাসান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-০৪৫৬) এর মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে। খবর পেয়ে বিজিবির আভিযানিক দল চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরোজগঞ্জ বাজার এলাকায় অবস্থান নিয়ে গাড়িটিকে শনাক্ত করে।

    দুপুর ১ টায় গাড়ীটি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সদরের সামনে পৌঁছালে গাড়িটির গতিরোধ করে স্বর্ণ চোরাকারবারী সন্দেহভাজন ২ জন ব্যক্তিকে আটক করে তল্লাশী করে।

    আটকদের দেহ তল্লাশী করে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণেরবার, ২টি মোবাইল এবং নগদ ১০ হাজার ১৯০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত স্বর্ণের ও অন্যান্য মালামালের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৯৩ লক্ষ ৭৮ হাজার টাকা।

    তিনি আরও জানান, উদ্ধারকৃত বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার ও সদর থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…