এইমাত্র
  • এনআরবিসি, মেঘনাসহ তিন ব্যাংকের বোর্ড ভেঙে দিলো বাংলাদেশ ব্যাংক
  • বরিশালে মহাসড়কে ঝরল দুই প্রাণ
  • সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
  • বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
  • সিভিল সার্জনের কার্যালয়ে চাকরি, পদ ৯১
  • চট্টগ্রামে যুবলীগ নেতা জুয়েল গ্রেপ্তার
  • নোয়াখালীতে নিখোঁজের ৩ দিন পর তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার
  • ধর্ষকের শাস্তির দাবিতে সাতক্ষীরায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল
  • চিকিৎসকদের ১৫ সদস্যের প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ে
  • চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ২৯ ফাল্গুন, ১৪৩১ | ১৩ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    নিজের তৈরি বিমানে আকাশে উড়লেন মানিকগঞ্জের জুলহাস

    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৫, ০৭:১৭ পিএম
    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৫, ০৭:১৭ পিএম

    নিজের তৈরি বিমানে আকাশে উড়লেন মানিকগঞ্জের জুলহাস

    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৫, ০৭:১৭ পিএম

    টানা ৪ বছরের চেষ্টায় নিজের তৈরি আল্ট্রা লাইট বিমান আকাশে উড্ডয়ন করে তাক লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা এলাকার জুলহাস মোল্লা (২৮)।

    জেলা প্রশাসকের উপস্থিতিতে মঙ্গলবার (৪ মার্চ) সকালে উপজেলার জাফরগঞ্জ যমুনার পাড়ে এ উড্ডয়ন দেখতে উৎসুক জনতার ঢল নামে। তেওতা ইউনিয়নের বিলপাড়া গ্রামের কৃষক জলিল মোল্লা ছেলে জুলহাস রহমান (২৮)। পরিবারের ছয় ভাই-বোনের মধ্যে জুলহাস পঞ্চম।

    জানা যায়, সংসারে অর্থাভাবে ২০১৪ সালে মাধ্যমিকেই থেমে যায় তার প্রাতিষ্ঠানিক শিক্ষা। বর্তমানে তিনি ঢাকায় ইলেকট্টিক মিস্ত্রির কাজের পাশাপাশি তিনি চার বছরের চেষ্ঠায় নিজেই অলট্রা লাইট বিমান তৈরি করেন এই যুবক। যা দেখতে যমুনার পাড়ে হাজারো দর্শনার্থীর জড়ো হয়।

    তার সাথে কথা বলে জানা গেছে, পেশায় তিনি একজন ইলেক্ট্রিশিয়ান। ফায়ার এলামের চাকরির পাশাপাশি চার বছর ধরে তিনি বিমান তৈরি করে আকাশে উড়ানোর চেষ্টা করছেন তিনি। শখের বসে তিনি প্রায় ৩ বছর পূর্বে একটি খেলনা বিমান তৈরি করে আমাশে উড়েয়ে ছিলেন। সেই থেকেই শখ আর পূরনও করে দেখালেন তিনি। কিন্তু তিনি কোনো প্রশিক্ষণ ছাড়াই নিজেই ড্রাইফ করে আকাশে উড়িয়েছেন বিমানটি। এটি তার ২য় বিমান তৈরি এবং বিমানের মেটেরিয়াল তৈরিতে প্রায় দেড় লাখ টাকা খরচ করেছেন জুলহাস।

    তবে, তার গত চার বছরে এই কাজের পেছনে প্রায় ৮/১০ লাখ টাকা খরচ করেছেন তিনি। ইতিমধ্যে তিনি জেলা প্রশাসকের কার থেকে একটি আর্থিক সহযোগিতা পেয়েছেন।

    তেওতা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন সময়ের কণ্ঠস্বরকে জানান, জুলসাহ এলাকার কৃতি সন্তান। তার কাজ প্রশংশনীয়। স্বল্প শিক্ষিত একজন ছেলে টেকনিক্যালি কোন প্রশিক্ষণ নেই এবং কখনো প্লেনে না উঠেও নিজের প্লেন তৈরি করে নিজের অবতরণ করল। বর্তমান সরকার ও যথাযর্থ কর্তৃপক্ষ যদি জুলহাসকে সহযোগিতা করে ট্রেনিংয়ের ব্যবস্থা করে তাহলে দেশীয় প্রযুক্তিতে এমন প্লেন তৈরি করে দেশ ও জাতিকে সম্মানের সঙ্গে আরও এগিয়ে নিয়ে যাবে আমার বিশ্বাস।

    উদ্ভাবনী এই কাজের প্রশংসা করে মানিকগঞ্জ জেলা প্রশাসক ডা. মনোয়ার হোসেন মোল্লা জানান, এমন উদ্ভাবনী কার্যক্রম তিনি অভিভূত। বিষয়টি ভাষায় প্রকাশ করা মতন না। বিমানটি অবতরনের একটি ভিডিও ফেজবুকে ছড়িয়ে পড়লে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী কাছ থেকে মুঠোফোনের মাধ্যমে জানতে পারি মানিকগঞ্জের প্রত্যন্ত এলাকার একজন ছেলে তৈরি এ বিমান। তার সঙ্গে যোগাযোগের পর আজ তার এলাকায় এসে তাকে প্রণোদনা এবং সরকারি সহায়তার দেওয়া যায় কিনা সে বিষয়ে চেষ্টা ও এই প্রযুক্তি বিকাশে প্রশাসন তার পাশে থাকবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…