গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ই আগস্টের হত্যা মামলার ৩১ নম্বর এজাহারভুক্ত আসামি আশরাফ উদ্দিন গ্রেফতার হয়েছে।
সোমবার (৪ মার্চ) রাতে কালিয়াকৈর উপজেলার সাহেবাবাদ গ্রাম থেকে তাকে আটক করে থানা পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, গ্রেফতারকৃত আশরাফ ভেন্ডার দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ৫ আগস্টের হত্যা মামলায় আশরাফ ভেন্ডার ৩১ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে অভিযুক্ত ছিল। গ্রেফতারের পর তাকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এফএস