এইমাত্র
  • মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • এনআরবিসি, মেঘনাসহ তিন ব্যাংকের বোর্ড ভেঙে দিলো বাংলাদেশ ব্যাংক
  • বরিশালে মহাসড়কে ঝরল দুই প্রাণ
  • সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
  • বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
  • সিভিল সার্জনের কার্যালয়ে চাকরি, পদ ৯১
  • চট্টগ্রামে যুবলীগ নেতা জুয়েল গ্রেপ্তার
  • নোয়াখালীতে নিখোঁজের ৩ দিন পর তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার
  • ধর্ষকের শাস্তির দাবিতে সাতক্ষীরায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল
  • চিকিৎসকদের ১৫ সদস্যের প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ে
  • আজ বৃহস্পতিবার, ২৯ ফাল্গুন, ১৪৩১ | ১৩ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    রাউজানে অস্ত্রসহ দুই যুবদল কর্মী গ্রেপ্তার

    গাজী গোফরান, চট্টগ্রাম প্রকাশ: ৫ মার্চ ২০২৫, ০৩:৪১ পিএম
    গাজী গোফরান, চট্টগ্রাম প্রকাশ: ৫ মার্চ ২০২৫, ০৩:৪১ পিএম

    রাউজানে অস্ত্রসহ দুই যুবদল কর্মী গ্রেপ্তার

    গাজী গোফরান, চট্টগ্রাম প্রকাশ: ৫ মার্চ ২০২৫, ০৩:৪১ পিএম

    চট্টগ্রামের রাউজানে অস্ত্রসহ যুবদলের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরিবউল্লাহপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে আরাফাত মামুন (৪৮) ও বিপ্লব বড়ুয়া (৩৫) নামে দুই যুবদল কর্মীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি দেশে তৈরি বন্দুক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রাউজান থানা পুলিশ।

    গ্রেপ্তারকৃত দুজনই বাগোয়ান ইউনিয়নের বাসিন্দা। আরাফাত মামুন এলাকায় নিজেকে যুবদলের নেতা হিসেবে পরিচয় দেন এবং গোলাম আকবর খোন্দকারের ছবি দিয়ে বিভিন্ন সড়কে তোরণ নির্মাণ ও পোস্টার ছাপিয়ে প্রচারণা চালিয়ে আসছিলেন।

    তবে দলীয় সূত্র জানিয়েছে, যুবদলের কোনো সাংগঠনিক পদ-পদবি নেই তাদের। অন্যদিকে, বিপ্লব বড়ুয়াও যুবদলের রাজনীতিতে সক্রিয় এবং মামুনের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত।

    পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আরাফাত মামুনের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, প্রতিপক্ষের ওপর হামলা ও গুলি চালানোর অভিযোগে অন্তত সাতটি মামলা রয়েছে। তাকে ধরতে এর আগেও যৌথ বাহিনী একাধিকবার অভিযান চালিয়েছে।

    এছাড়া, গত ২৪ জানুয়ারি নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়ায় জুমার নামাজ পড়তে যাওয়ার পথে শুঁটকি ব্যবসায়ী মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে গুলি করে হত্যার ঘটনায় মামুনের সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

    গ্রেপ্তার অভিযানে দুইজনের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রের ঘটনায় পৃথকভাবে মামলাও করা হবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

    বুধবার (৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া সময়ের কণ্ঠস্বর-কে বিষয়টি নিশ্চিত করে বলেন, "গ্রেপ্তারকৃতরা আমাদের হেফাজতে আছে, তাদের নিয়ে অভিযান চলছে। তাদের কাছ থেকে একটি বিদেশি ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হবে।"

    এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অস্ত্র ও সহিংসতামূলক কর্মকাণ্ড দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…