এইমাত্র
  • ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া
  • মাগুরায় শিশু ধর্ষণ: সেই রাতে কী ঘটেছিল, কেঁদে কেঁদে জানালেন মা
  • ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক মারা গেছেন
  • ১৩ মার্চ ‘আছিয়া দিবস’ পালনের প্রস্তাব জামায়াত আমিরের
  • ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশ করতে হবে: মির্জা ফখরুল
  • মাগুরায় আছিয়ার দাফন সম্পন্ন
  • রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
  • ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস
  • কুমিল্লা সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় কিং কোবরা বাজি জব্দ
  • বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর
  • আজ শুক্রবার, ৩০ ফাল্গুন, ১৪৩১ | ১৪ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    মানিকগঞ্জের সেই উড়োজাহাজ বানানো জুলহাসের পাশে তারেক রহমান

    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৫, ০৭:৫০ পিএম
    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৫, ০৭:৫০ পিএম

    মানিকগঞ্জের সেই উড়োজাহাজ বানানো জুলহাসের পাশে তারেক রহমান

    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৫, ০৭:৫০ পিএম

    কোন দিন বিমানে উঠতে না পারা অত্যন্ত গ্রামে বাস করা এক কৃষকের ছেলে নিজেই বানালেন আল্টা ভায়োলেট প্লেন। যা রীতিমতো অবাক করেছে শুধু মানিকগঞ্জ নয় সারা বাংলাদেশ ও বহিঃবিশ্বে। মানিকগঞ্জের ছেলে জুলহাসের সেই উড়োজাহাজ এবার নজরে এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

    তাইতো বৈদ্যুতিক মিস্ত্রি জুলহাসের এই অসাধারণ প্রতিভা ও সৃজনশীলতা দেখে তার পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    বুধবার (৫ মার্চ) দুপুরে শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজার এলাকায় জুলহাস রহমানের হাতে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এই সহায়তা প্রদান করেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা এবং 'আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

    জুলহাস রহমান ২০১৪ সালে জিয়নপুর বিকেএস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। অর্থাভাবে তিনি উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন নি। জীবিকার তাগিদে ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ শুরু করেন। জুলহাসের এই অসাধারণ কৃতিত্বের কথা জানতে পেরে তারেক রহমান তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তার নির্দেশে জেলা বিএনপি এবং ‘আমরা বিএনপি পরিবার’ জুলহাসের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করেছে। ৫০ হাজার টাকার এই সহায়তা জুলহাসের গবেষণা ও উদ্ভাবনের কাজে গতি আনবে বলে আশা করা হচ্ছে।

    জুলহাস মোল্লা তার অনুভূতি প্রকাশ করে বলেন, আমি কখনো ভাবিনি আমার এই কাজ এত মানুষের নজরে আসবে। তারেক রহমান স্যারের সহযোগিতা আমার জন্য বড় প্রেরণা। এই টাকা দিয়ে আমি আরো ভালো কিছু করার চেষ্টা করবো।

    তিনি জানান, তার স্বপ্ন শুধু বিমান তৈরিতেই সীমাবদ্ধ নয়। তিনি ভবিষ্যতে আরও বড় উদ্ভাবনের মাধ্যমে দেশের নাম উজ্জ্বল করতে চান।

    চেক প্রদানে উপস্থিত জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা বলেন, জুলহাসের মতো তরুণরাই আমাদের দেশের ভবিষ্যৎ। তারেক রহমান সবসময়ই প্রতিভাবান মানুষদের পাশে থাকার চেষ্টা করেন। আমরা তার নির্দেশে জুলহাসের পাশে এসে দাঁড়িয়েছি।

    আতিকুর রহমান রুমন বলেন, জুলহাসের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা আরো সহযোগিতা করব। তার এই উদ্ভাবন দেশের জন্য গর্বের বিষয়।

    উল্লেখ্য,গতকাল স্থানীয় প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করেছে এবং জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লাও প্রাথমিকভাবে তাকে উৎসাহ দেয়ার জন্য কিছু আর্থিক সহযোগিতা করেন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…