ভোলার বোরহানউদ্দিন-ঢাকা নৌ-রুটে চলাচলকারী লঞ্চ এম ভি মানিক-১ এর ইঞ্জিন চালক তাজু মিয়ার (৩৫) লাশ নিখোঁজের একদিন পর উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বোরহানউদ্দিন খেয়াঘাট থেকে লাশ উদ্ধার করা হয়।
এর আগে গতকাল ঢাকা থেকে ভোলায় আসেন এম ভি মানিক-১ নামের লঞ্চটি। পরে দুপুর ২টায় ওই লঞ্চের পাখা পরিস্কার করতে নদীর পানিতে নামেন ইঞ্জিন চালক তাজু মিয়া। এরপরই নিখোঁজ হন তিনি।
নিহত তাজু মিয়া ভোলার লালমোহন উপজেলার চর কচ্ছপিয়া গ্রামের মোসলেউদ্দিনের ছেলে।
বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আবুল কালাম জানান, খবর পেয়ে আমাদরে একটি টিম গতকাল থেকেই ঘটনাস্থলে ছিলো। আমাদের ডুবুরি দল না থাকায় আজ সকালে বরিশাল থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। এবং দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে কিছু দুর লাশ ভেসে উঠে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এআই