এইমাত্র
  • মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা সংকটাপন্ন, আরও দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’
  • মালয়েশিয়ার পাহাং রাজ্যে ৪৮ বাংলাদেশিসহ ১৩১ জন আটক
  • সচিবালয় ও যমুনার সামনে অনির্দিষ্টকাল সভা-সমাবেশ নিষিদ্ধ
  • ২য় শ্রেণির মর্যাদা পাবেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
  • লিবিয়া থেকে ফিরলেন ১৭৬ বাংলাদেশি
  • চার দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব
  • যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে রাশিয়ার উদ্দেশে মার্কিন প্রতিনিধি দল
  • বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হলেন কুমিল্লার আমিন উর রশিদ ইয়াছিন
  • মাহমুদউল্লাহকে নিয়ে সাকিব-মাশরাফীর আবেগঘন পোস্ট
  • আব্দুল্লাহপুরে পরিত্যক্ত অবস্থায় ২০ রাউন্ড গুলি উদ্ধার
  • আজ বৃহস্পতিবার, ২৯ ফাল্গুন, ১৪৩১ | ১৩ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের টিকা সংকট, ভোগান্তিতে অভিভাবকরা

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৯:১৩ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৯:১৩ পিএম

    কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের টিকা সংকট, ভোগান্তিতে অভিভাবকরা

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৯:১৩ পিএম

    কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের জন্য সরকার নির্ধারিত টিকা নেই। দুই সপ্তাহ ধরে টিকার সংকট থাকায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষা সংকটে পাড়ায় উদ্বীগ্ন অভিভাবকরা।

    এদিকে টিকা সংকট থাকার কারণে নির্ধারিত কক্ষে ঝুলছে তালা৷ জনবহুল এই উপজেলায় টিকা নিতে আসা মানুষ হতাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে।

    সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সকল টিকা সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা৷ এ বিষয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা জানান, সংকটের বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে।

    জানা যায়, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় জন্মের পর থেকে ২৩ মাস বয়সের মধ্যে শিশুদের ১০টি বিভিন্ন রোগের প্রতিষেধক টিকা দেওয়া হয়।

    বুধবার (১২ মার্চ) সকালে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, টিকা না থাকায় শিশুদের মা ও স্বজনরা ফেরত যাচ্ছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চন্দ্রমল্লিকা নামক ভবনের নিচতলায় টিকাদানের জন্য নির্ধারিত চন্দ্রমল্লিকা কক্ষটিতে তালা ঝুলানো। পাশের রুমটিতে দায়িত্বে থাকা দু'জন স্বাস্থ্যকর্মীকে তালা ঝুলানো থাকার বিষয়টি জানতে চাইলে তারা এ বিষয়ে জানেন না বলে জানান ।

    স্বাস্থ্য কমপ্লেক্সের টিকেট কাউন্টারে দায়িত্বে থাকা এক নারীকে শিশুদের টিকা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, রবিবার ও সোমবারে আসতে। তবে এ ধরণের লিখিত কোনো নির্দেশিকার দেখা মেলেনি হাসপাতালে কোথাও।

    বেশ কয়েকজন টিকা সেবা প্রত্যাশী অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, উপজেলার দূর দূরান্ত থেকে তারা বেশ কয়েকবার এসেছেন। অনেক টাকা ও সময় ব্যয় করে বেশ কয়েকবার আসার পরেও শিশুদের টিকা না পাওয়ায় হতাশা প্রকাশ করছেন তারা।

    অভিভাবক আল আমিন বলেন, আমি ছেলেকে টিকা দিতে এসে সকালে দীর্ঘ অপেক্ষার পর টিকা কেন্দ্রে গিয়ে দেখি তালা ঝুলছে৷ ধারাবাহিক সময়মতো টিকা দিতে না পারলে তো স্বাস্থ্য সুরক্ষা সংকটে পড়বে। আমার মতো অনেকেই এটা নিয়ে উদ্বীগ্ন।

    হাসপাতালের টিকা কেন্দ্রের দায়িত্বে থাকা রিয়াজ মাহমুদ মুক্তা বলেন, কয়েকটি টিকা আমাদের নিকট নেই৷ বিসিজি, পেন্টা, পিসিভি টিকা শেষ হয়ে গেছে৷ সংশ্লিষ্ট কতৃপক্ষকে এটি জানানো হয়েছে৷ সারা দেশেই টিকা সংকট চলছে। দু'সপ্তাহ ধরে টিকা নেই এমনটি তিনি স্বীকার করেন। তিনি টিকা সংকটের বিষয়টি নিয়ে একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের কথাও উল্লেখ করেন।

    কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ভারপ্রাপ্ত) স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ঈসা খাঁন টিকা সংকটের বিষয়টি স্বীকার করে বলেন, দু'সপ্তাহ ধরে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে টিকা নেই। দ্রুত টিকা সরবরাহের বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে। তবে কবে নাগাদ শিশুদের টিকা পাওয়া যাবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়ের কথা জানাতে পারেন নি তিনি৷

    স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর সম্প্রতি একটি গণমাধ্যমকে বলেন, ‘সংকট আগে ছিল, এখন হয়তো পৌঁছাতে দেরি হচ্ছে। অপারেশন প্ল্যান (ওপি) না থাকায় আমরা রাজস্ব খাত থেকে ৪৬২ কোটি টাকার টিকা কিনেছি।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…