সিয়াম সাধনার পবিত্র রমজান মাসে অসহায় ও দুস্থদের পাশে দাঁড়াতে ইফতার সামগ্রী বিতরণ করলেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা কুড়িঘর গ্রামের সামাজিক ও মানবিক সংগঠন মানব কল্যাণ ঐক্য পরিষদ। সমাজকল্যাণমূলক এই উদ্যোগটি সংগঠনটির প্রতি বছরের চলমান মানবসেবা কার্যক্রমের একটি অংশ।
নিত্য প্রয়োজনীয় ১০ প্রকার খাদ্য সামগ্রী দিয়ে বৃহস্পতিবার (১৩মার্চ) দুপুর থেকে কুড়িঘর গ্রাম ও আশপাশের এলাকার দুই শতাধিক অসহায় ও দুস্থ পরিবার গুলোর মধ্যে পরিচয় গোপন রেখে ইফতার সামগ্রী উপহার হিসেবে বিতরণ করে।
২০১৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি গ্রামের সমাজকল্যাণ, পরিবেশ সংরক্ষণ,সামাজিক উন্নয়ন,এবং হতদরিদ্র পরিবারগুলোর সাহায্যার্থে,চিকিৎসা,বিবাহের মধ্যে আর্থিক অনুদান,নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ তাদের একটি উল্লেখযোগ্য বার্ষিক আয়োজন, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। সংগঠনের সদস্যরা বলেন, "আমাদের এলাকার হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমাদের লক্ষ্য তাদের সুখে-দুঃখে সর্বদা পাশে থাকা এবং তাদের মুখে হাসি ফোটানো। এই ইফতার সামগ্রী বিতরণ শুধু একটি সাময়িক সাহায্য নয়, বরং এটি আমাদের পক্ষ থেকে মানুষের জন্য একটি উপহার। আমরা চাই আমাদের এই ছোট্ট উদ্যোগ তাদের জীবনে কিছুটা হলেও স্বস্তি বয়ে আনুক।
সংগঠন সম্পর্কে স্থানীয়রা বলেন সামাজিক উন্নয়ন ও মানবসেবায় ইতিমধ্যেই সুনাম অর্জন করেছে। আমরা আশাবাদী যে ভবিষ্যতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরও ব্যাপকভাবে সম্প্রসারিত হবে। মানব কল্যাণ ঐক্য পরিষদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে এবং তাদের কাজকে সামাজিক উন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করে। এই মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে সকলেই প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মানব কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রহমান,অর্থ সম্পাদক খোরশেদ আলম,যুগ্মসাধারণ সম্পাদক সাংবাদিক এস এম অলিউল্লাহ,সহ অর্থ সম্পাদক আর এম মাহি,সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আরিফ,মোঃ কবির হোসেন,মোঃ সাকিল,মোঃ রুমান,মোঃ রানা,মোঃজাহিদ,মোঃ নূরআলম,মোঃ রুবেল খন্দকার,তাজুল ইসলাম ,মোঃতারেক,মিজানুর রহমান" সহ এলাকার গণমাধ্যম ব্যাক্তিবর্গ।
এসআর