শরীয়তপুরে ১ লাখ ৭০ হাজার ৮৫৪ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন এ তথ্য জানান।
স্বাস্থ্য বিভাগ জানায়, শিশুদের রাতকানা রোগসহ অপুষ্টিজনিত বিভিন্ন সমস্যা প্রতিরোধে আগামী ১৫ মার্চ জেলার ৬টি উপজেলায় একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২১ হাজার ১৫০ শিশু এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৪৯ হাজার ৭০৪ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কার্যক্রমে ৩,৭৬০ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক জেলার ১,৬৬৬টি কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন বলেন, "ভিটামিন ‘এ’ শিশুর সুস্থ বৃদ্ধি, দৃষ্টিশক্তি উন্নয়ন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। যেহেতু এটি শরীরে স্বাভাবিকভাবে উৎপন্ন হয় না, তাই সম্পূরক হিসেবে গ্রহণ করা জরুরি।"
সংবাদ সম্মেলনে জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মোজাম্মেল হকের সঞ্চালনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসআর