বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সি সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার আজিজনগরের ইসলামপুরের সন্দীপ পাড়া নামক এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, তিনি মানসিক ভারসাম্যহীন। সকালে বাসার লোকজন যখন অন্যান্য দিনের মতো কাজে বেরিয়ে যায়। তখন সন্দীপ পাড়ার মৃত লুৎফুর রহমানের ছেলে সিদ্দিক তাকে একা পেয়ে পাশের একটি পাহাড়ে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ছিদ্দিককে আটক করে আজিজনগর পুলিশ ফাঁড়িতে নিকট হস্তান্তর করে।
এ বিষয়ে আজিজনগর পুলিশ ফাঁড়ির এসআই (ইনচার্জ) আহমেদ মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হবে।
এসআর