এইমাত্র
  • ইসরায়েল এবং গাজার সশস্ত্র গোষ্ঠী আমার প্রস্তাবে স্বাক্ষর করেছে : ট্রাম্প
  • আজই গাজায় যুদ্ধবিরতির ঘোষণা হতে পারে: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
  • ইকুয়েডরের প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা
  • ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ঢেলে মরিচের গুঁড়া ছিটালেন স্ত্রী
  • ইহুদিদের উৎসবের জন্য ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ বন্ধ করল ইসরায়েল
  • একলাফে সোনার দাম ভরিতে বাড়ল ৬৯০৫ টাকা
  • ‘বিলিয়নিয়ার’ ক্লাবে রোনালদো
  • এনআইডি জালিয়াতির স্বর্গরাজ্য কক্সবাজার!
  • কিশোরগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
  • আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা
  • আজ বৃহস্পতিবার, ২৪ আশ্বিন, ১৪৩২ | ৯ অক্টোবর, ২০২৫
    দেশজুড়ে

    বরিশালে মানবপাচার সুরক্ষা বিষয়ক সভা

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৯:৫৭ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৯:৫৭ পিএম

    বরিশালে মানবপাচার সুরক্ষা বিষয়ক সভা

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৯:৫৭ পিএম

    জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মোঃ মাহাবুবুর রহমান বলেন, মানবপাচারের সিন্ডিকেট ভেঙ্গে দিতে সরকার বদ্ধপরিকর। যে সকল এজেন্সি এধরনের অপকর্মে লিপ্ত সরকার ইতোমধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশকে সচেতন করা হয়েছে যাতে বৈধ কাগজপত্র ছাড়া কেউ বিদেশ যেতে না পারে।

    মঙ্গলবার (১৮মার্চ) বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসনের আয়োজনে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃষ্ঠপোষকতায় আয়োজিত মানবপাচারের শিকার ব্যক্তির সুরক্ষা ও সহায়তায় জাতীয় রেফারেল ব্যবস্থার কাঠামো শীর্ষক বিভাগীয় পর্যায়ে শেয়ারিং ও ওরিয়েন্টেশন সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

    এসময় তিনি প্রধান অতিথি বক্তব্যে বলেন, জাতীয় কর্মপরিকল্পনার আওতায় পাচারের ঝুঁকিতে থাকা মানুষের নিরাপত্তা, পাচারের শিকার ব্যক্তির মনোসামাজিক পুনর্বাসন, পাচারকারীকে আইনের আওতায় আনা ও সুবিচার নিশ্চিত, সকল পক্ষের অংশীদারিত্ব নিশ্চিত এবং অগ্রগতি পর্যালোচনা ও শিখনের ভিত্তিতে অগ্রসর হওয়া নিয়ে সরকার কাজ করছে। এসময় তিনি পারস্পরিক সহযোগিতা ও সংযোগ জাতীয় রেফারেল কাঠামোর আওতায় সুরক্ষা কাঠামোকে শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন।

    তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকা ও দারিদ্রতার সাথে লড়াই করা মানুষেরা বেশি মানবপাচারের শিকার হয়। এ এলাকার মানুষেরা ক্ষুধা নিবারণ ও দারিদ্র্যতা থেকে মুক্তির আশায় প্রতারিত হয়ে থাকে। অনেক ক্ষেত্রে বেকার যুবসমাজ বেকারত্ব গুছানোর জন্য মানবপাচারকারীদের প্রতারণার জালে আটকে যায়। সরকার এ অবস্থা থেকে উত্তরণের জন্য এসকল অঞ্চলগুলোতে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতারিত না হওয়ার জন্য বিদেশ যাওয়ার আগে ওয়ার্ক পারমিট চেক করে নেওয়া, ভিসা মেয়াদ যাচাই করা, চুক্তির শর্ত সঠিকভাবে পড়াসহ বৈধ পথে বিদেশ যাওয়ার ব্যপারে প্রত্যন্ত অঞ্চলে প্রচারের জন্য কাজ করছে সরকার।

    বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোশের্দ আলম ও জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনসিডিনের নির্বাহী পরিচালক এ কে এম মাসুদ আলী ও কর্মশালার উদ্দেশ্য উপস্থাপন করেন উইনরক আশ্বাস প্রকল্পর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ দীপ্তা রক্ষিত।

    সভায় বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ আহসান কবীরসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…