গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিকেল ৩টার দিকে অসংখ্য শ্রমিক বকেয়া বেতন-বোনাস পরিশোধের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে বেতন-বোনাস না পাওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। দুপুরের পর শ্রমিকরা সংগঠিত হয়ে মহাসড়কে নেমে আসে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা মহাসড়কের যান চলাচল বন্ধ করে দেয়, ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ সময় শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ বেতন ও বোনাস পরিশোধের আশ্বাস দিলেও তা কার্যকর করেনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিক নেতারা।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে আশপাশের এলাকায় চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা অবরোধ অব্যাহত রেখেছে।
এসআর