এইমাত্র
  • বরগুনায় এক কুকুরের কামড়ে আহত ৮
  • ঈদযাত্রায় চাপ নেই গাবতলীতে
  • নববর্ষের শোভাযাত্রা প্রত্যাখ্যান চারুকলার ২৬তম ব্যাচের শিক্ষার্থীদের
  • বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান
  • বাংলাদেশে ঈদের সম্ভাব্য তারিখ জানালো আবহাওয়া অফিস
  • গাড়ি, ভ্যানের পর এবার টমটমের বহর নিয়ে গ্রামে গ্রামে সারজিস
  • বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র
  • ভাতা না নেওয়া ১৩৯৯ শহীদ মুক্তিযোদ্ধাকে খুঁজছে সরকার
  • দেশে ফের বার্ড ফ্লু শনাক্ত
  • প্রধান বিচারপতিকে সম্মাননা দিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
  • আজ বৃহস্পতিবার, ১৩ চৈত্র, ১৪৩১ | ২৭ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    কিশোরগঞ্জের সাবেক এমপি আফজাল মেহেরপুরে গ্রেফতার

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৫:৩৩ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৫:৩৩ পিএম

    কিশোরগঞ্জের সাবেক এমপি আফজাল মেহেরপুরে গ্রেফতার

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৫:৩৩ পিএম

    কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফজাল হোসেনকে মেহেরপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

    সোমবার (২৪ মার্চ) ভোরে মেহেরপুর শহরের সরকারি কলেজ মোড়ের তাহের ক্লিনিকপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

    পুলিশ জানায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে এলাকা ছেড়ে পালিয়ে ছিলেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আফজাল হোসেন। তিনি ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে মেহেরপুরে ভারতীয় সীমান্ত এলাকায় তার মালিকানাধীন আফজাল সুজের এক কর্মচারীর বাড়িতে লুকিয়ে ছিলেন। গোপনে খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়। সোমবার ভোরের দিকে মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার কথা ছিল তার। এ জন্য সীমান্তের একটি চক্রকে মোটা অঙ্কের টাকায় চুক্তি করেছিলেন। গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার ঘটনায় কিশোরগঞ্জ, বাজিতপুর ও ঢাকায় আফজালের বিরুদ্ধে অন্তত ১০টি মামলা রয়েছে।

    কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, আফজাল হোসেনকে আনতে কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি দল মেহেরপুরের উদ্দেশে রওয়ানা হয়েছে।

    উল্লেখ, আফজাল হোসেন ২০০৮ সালে রাজনীতিতে যোগ দেন এবং নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি টানা চারবারের সংসদ সদস্য। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিতে আফজাল হোসেন প্রভাব বিস্তার করতে থাকেন। এ সময় আওয়ামী লীগের দুটি পক্ষের বিভক্ত হয়ে পড়ে। সংসদ সদস্য থাকা অবস্থায় আফজাল হোসেনের বিরুদ্ধে খাল, বিল ও নদী দখল এবং প্রতিপক্ষের লোকজনকে দমন–পীড়নের অভিযোগ রয়েছে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…