নেত্রকোনায় বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে থাকায় সেনাবাহিনীর অভিযান, এসময় বেকারীতে উৎপাদন করা বিস্কুট, কেক, রুটি ও সেমাই জব্দ করে ধ্বংস করে দেওয়া হয় এবং বেকারীটি সিলগালা করে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হোসাইন নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মো. রব মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার(২৫ মার্চ) বিকেলে সদর উপজেলার চল্লিশা বাজার এালকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬৩ ইস্টবেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক মেজর মীর মো. তৈয়মুর রহমান এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এর আগে গত ২০ মার্চ চাদ বেকারীতে একই অভিযোগে তাদের কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
অভিযান সূত্রে জানা যায়, বেকারীর বিভিন্ন জিনিস তৈরীর পাশাপাশি চাদ বেকারীতে ঈদকে সামনে রেখে অস্বাস্থ্যকর পরিবেশে বিপুল পরিমাণে সেমাই উৎপাদন করা হচ্ছে। জেলার বিভিন্ন বাজারে বিক্রয় করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে তাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ চাদ বেকারিতে অভিযান চালানো হয়। এসময় সেমাই ৩৪০, রুটি ১৪০ পিছ, কেক ৪শ পিছ, বিস্কুল দুই ধরণের ৭৮০ পিছ, খালি বোতল ৬ শ জব্দ করে ধ্বংস করে দেয়া হয় এবং বেকারীটিকে সিলগালা করা হয়।
নেত্রকোনা অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর মীর মো. তৈয়মুর রহমান বলেন, সেনাবাহিনীর নিজস্ব গোয়েন্দার তথ্যের ভিত্তিতে চাদ বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। এ বেকারির উৎপাদনের বৈধ প্রয়োজনীয় কোন কাগজপত্র নেই। এবং অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য সমগ্র উৎপাদন করার হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হোসাইন বলেন, নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা বাজারে চাদ বেকারিতে সেনাবাহিনীর অভিযানে পরিচালনা করে। এ সময় বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য সহ অন্যান্য পণ্য সামগ্রী উৎপাদন করার দায়ে বেকারির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে বেকার টি কে সিলগালা করা হয়েছে।
এনআই