এইমাত্র
  • আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ বন্ধ, বাড়তে পারে লোডশেডিং
  • বেনাপোল কাস্টমসে ৯ মাসে রাজস্ব বেড়েছে ৩৬৬ কোটি টাকা
  • ফটিকছড়িতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
  • তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ডলারের মান
  • মুন্সীগঞ্জে বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ শিক্ষক গ্রেফতার
  • নড়াইলে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ১
  • শাহজাদপুরে খাস জমি দখলকে কেন্দ্র করে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০
  • কাউখালীতে ওয়ারেনটভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪
  • পুলিশের চাকরি দেওয়ার নামে অর্থ লেনদেন, গ্রেফতার ২
  • ‘মার্চ ফর গাজা’: শাহবাগে থমকে আছে মেট্রোরেল
  • আজ শনিবার, ২৯ চৈত্র, ১৪৩১ | ১২ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    বিএনপি নেতাকে কুপিয়ে জখম, আ.লীগ নেতার গ্রেফতার দাবিতে বিক্ষোভ

    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ৭ এপ্রিল ২০২৫, ১২:০৬ এএম
    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ৭ এপ্রিল ২০২৫, ১২:০৬ এএম

    বিএনপি নেতাকে কুপিয়ে জখম, আ.লীগ নেতার গ্রেফতার দাবিতে বিক্ষোভ

    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ৭ এপ্রিল ২০২৫, ১২:০৬ এএম

    ময়মনসিংহের মুক্তাগাছায় বিএনপি নেতা আব্দুল মুনসুরসহ কয়েকজনকে কুপিয়ে আহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা।

    রবিবার (০৬ এপ্রিল) বিকেলে উপজেলার বটতলা বাজারে দাওগাঁও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

    এর আগে, গত ২৯ মার্চ বটতলা বাজারে দাওগাঁও ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মনসুর (৪৮), তাঁর ভাই বিল্লাল, স্থানীয় ভ্যানচালক ইউসুফ এর ওপর অতর্কিত হামলা ও মারধর করে একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি সাইদুল ইসলামের নেতৃত্বে সন্ত্রাসীরা। এসময় হামলার শিকার আব্দুল মনসুরকে গুরুতর আহত অবস্থায় প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দীর্ঘ ৭ দিন চিকিৎসাধীন থাকাবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা জাতীয় অর্থোপেটিক্স হাসপাতালে পাঠানো হয় সেখানেই তার চিকিৎসা চলছে।

    বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ইয়াহিয়া, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী আবু তাহের ব্যাপারী, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক বিল্লাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    এসময় বক্তারা বলেন, ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপির সভাপতিসহ অনেকের ওপর অতর্কিত হামলা চালিয়ে পিটিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে। প্রশাসনের প্রতি আহবান হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

    এ বিষয়ে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, ঘটনার তিনদিন পর ৩০ মার্চ ২০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। এঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারে আমাদের চেষ্টা চলছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…