গাজীপুরে টঙ্গীতে ছুরিকাঘাতে এক পোশাক শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে।
রবিবার (৬ এপ্রিল) আনুমানিক সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটের দিকে বড় দেওড়া মুদাফা এলাকায় এঘটনা ঘটে।
নিহত আলিমুল (২৫) নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কলিমুদ্দিনের ছেলে। তিনি মুদাফা এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি গার্মেন্টসে পোশাক শ্রমিকের কাজ করতেন।
প্রাথমিকভাবে জানা যায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২ নং ওয়ার্ড বড় দেওড়া মুদাফা এলাকায় উত্তরা প্রবর্তন সিটির মাঠের পাশে রাস্তায় গুরুতর রক্তাক্ত অবস্থায় একটি যুবককে দেখতে পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ তারানা বিনতে আনোয়ার তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানান তিনি।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দার হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এনআই