রাজশাহীর মোহনপুর উপজেলায় গাঁজা সেবন করে অশ্লীল আচরণ করায় মাহতাব আলম (২৬) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার (০৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাকশিমইল ইউনিয়নের কাজীভাতুড়িয়া (দক্ষিণপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
গাঁজা সেবন করে মাতাল অবস্থায় জনসাধারণের শান্তি-শৃঙ্খলা ভঙ্গ করছিলেন মাহতাব। বিষয়টি জানতে পেরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তাকে আটক করে।
পরে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।
এ সময় মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান উপস্থিত ছিলেন।