যশোরের শার্শায় জুয়ার আসর থেকে পাঁচজন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০৭ এপ্রিল) সকালে উপজেলার ইসলামপুর মোড়ে জুয়াড়ি মুজিবর রহমানের চায়ের দোকানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত জুয়াড়িরা হলেন- উপজেলার কাজীরবেড় গ্রামের মৃত আরব আলীর ছেলে মুজিবর রহমান (৫২), আব্দুল হাকিমের ছেলে হারুন অর রশিদ (৫৬), মৃত আলী আহম্মাদের ছেলে ওয়ালিউল্লাহ (৫০), সালাম ব্যাপারীর ছেলে কালু মিয়া(৬২) ও শুকুর আলীর ছেলে মারুফ হোসেন(৩৮)।
পুলিশ জানায়, জুয়ার আসরের গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সোহানুর রহমান, এসআই কামরুল ইসলাম, এসআই উজ্জল হোসেন, এসআই হযরত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ইসলামপুর মোড়ে জুয়ারী মুজিবর রহমানের চায়ের দোকানে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ পাঁচ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের পুলিশের পিকআপে উঠিয়ে থানায় নিয়ে আসতে গেলে সেখানে থাকা আসামীর আত্মীয়-স্বজন পুলিশের পিকআপ সামনে গিয়ে তাদের নিয়ে যেতে বাঁধা দেয় এবং তর্ক-বিতর্কে লিপ্ত হয়। এ সংবাদ পেয়ে নাভারন সার্কেলের পুলিশ সুপার নাভারন সার্কেল এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং গ্রেপ্তারকৃত আসামীদের থানায় নিয়ে আসেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক এম রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরের দিকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
এআই