খাগড়াছড়ির রামগড় উপজেলায় দেশীয় তৈরি অবৈধ চোরাই মদসহ ১ জনকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (০৭ এপ্রিল) আনুমানিক সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানা পুলিশের একটি চৌকস ফোর্স রামগড় পৌরসভার ৯নং ওয়ার্ডের দারোগাপাড়ায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. রিপন (৪৮) কে আটক করে।
এ সময় আটককৃতের কাছ থেকে ১০ লিটার দেশীয় তৈরি চোরাই মদ জব্দ করা হয়। জানাযায়, আটককৃত ব্যক্তি রামগড় পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা মো. কেপায়েত উল্লাহর ছেলে।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন এবং আটককৃতের বিরুদ্ধে বিধি মোতাবেক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০২)। আটককৃত আসামিকে যথা নিয়মে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
এআই