টাঙ্গাইলের মির্জাপুরে প্রেমে ব্যর্থ হয়ে সিয়াম (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামে এই ঘটনা ঘটে।
সিয়াম আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের সৌদিআরব প্রবাসী আমিনুর রহমানের ছেলে। সে উপজেলার বংশাই স্কুল এ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে এবছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
পুলিশ ও পারিবার সুত্রে জানা যায়, প্রবাসী বাবার সন্তান সিয়াম যখন যা চেয়েছে তাই পেয়েছে। লেখাপড়ায় মনযোগ না দিয়ে মোবাইল ফোন এবং মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ানোই ছিল তার কাজ। পরীক্ষার আগের দিনও লেখাপড়া না করায় তার মা শাসন করেন। এই অভিমানে বুধবার বেলা তিনটার দিকে বসতঘরের আড়ার সাথে কোমড়ের বেল্ট দিয়ে গলায় ফাঁস দেয়। বাড়ির লোকজন দেখে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।
খবর পেয়ে পুলিশ কুমুদিনী হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া জানিয়েছেন।
স্থানীয়রা জানান একটি মেয়ের সাথে সিয়ামের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় কয়েকদিন ধরে তার মন খারাপ ছিল। এরমধ্যে লেখাপড়ার জন্য মায়ের শাসন।
মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন আমার দেশকে জানান, লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।
এনআই