সুদানের আল-ফাশেরের কাছে শরণার্থীশিবির জমজম ও আবু শোরুকে দুই দিন ধরে ভয়াবহ হামলা চালিয়েছে বিদ্রোহী আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)। এ হামলায় নিহত হয়েছে অন্তত ১০০ জন বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে ২০ শিশু ও ৯ ত্রাণকর্মীও রয়েছেন।
শনিবার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
সুদানে নিযুক্ত জাতিসংঘের মানবিক সমন্বয়ক ক্লেমেন্টাইন এনকোয়েটা সালামি বলেছেন, এটি একটি সংঘবদ্ধ সহিংসতা, যেখানে দুর্ভিক্ষপীড়িত বেসামরিক লোকজন ও মানবিক কর্মীদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করা হয়েছে। চলমান সংঘাতের কারণে ৫ লাখেরও বেশি মানুষ মানবিক সংকটে পড়তে পারেন বলে সতর্ক করেছেন তিনি।
এ ঘটনাকে কেন্দ্র করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডাকতে পারে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, মানবাধিকার সংগঠনগুলো আরএসএফ কমান্ডার মোহাম্মেদ হামদান দাগালোর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়েরের দাবি তোলার প্রস্তুতি নিচ্ছে।
সুদানের ডাক্তার্স ইউনিয়ন ও রিলিফ ইন্টারন্যাশনালের বিবৃতি মতে, নিহতদের মধ্যে রয়েছেন জমজম ক্যাম্প হাসপাতালের চিকিৎসক ডা. মাহমুদ বাবাকের ইদ্রিস এবং রিলিফ ইন্টারন্যাশনালের আঞ্চলিক প্রধান আদম বাবাকের আবদুল্লাহ। এছাড়াও অন্য ৭ সহকর্মী মধ্যে রয়েছেন নার্স, স্বাস্থ্যকর্মী ও লজিস্টিক স্টাফ।
এমআর-২