গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের আশিক নগর এলাকায় একটি দামী প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পানির মধ্যে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
রবিবার (১৩ এপ্রিল) সকালে স্থানীয়রা আশিক নগর এলাকার একটি জলাশয়ে গাড়িটি দেখতে পেয়ে বিষয়টি কালিয়াকৈর থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, এটি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে।
পুলিশ বলেছে, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।
কালিয়াকৈর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) যুবায়ের আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গাড়িটির মালিক এখনো শনাক্ত হয়নি। যাচাই-বাছাই শেষে বৈধ মালিকের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
এসআর