বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদল।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে টঙ্গী সরকারি কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ ও কলেজের মূল ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এম এইচ আরিফ বলেন, ছাত্রদল নেতা জাহিদুল হাসান পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দোষীদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দাবি করেন। দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা না করলে মহানগর ব্যাপী তীব্র আন্দোলন করা হবে বলে জানান তিনি। এছাড়াও ভবিষ্যতে যেন এরকম ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে সেদিকে সংশ্লিষ্ট সকলকে দৃষ্টি রাখতে বলেন।
এআই