এইমাত্র
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • ‘হাদীর উপর হামলাকারীরা সীমান্ত ব্যবহার করে পালানোর তথ্য নিশ্চিত নয়’
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধে বন্দি জীবন, টয়লেট-টিউবওয়েল ছাড়াই দিনযাপন

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৫:২৪ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৫:২৪ পিএম

    দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধে বন্দি জীবন, টয়লেট-টিউবওয়েল ছাড়াই দিনযাপন

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৫:২৪ পিএম

    পঞ্চগড়ের দেবীগঞ্জে জমির আইনি মালিকানা থাকা সত্ত্বেও টয়লেট ও টিউবওয়েল বসাতে না পেরে মানবেতর জীবন যাপন করছেন মো. রাজু ইসলাম ও তার পরিবার। জমির ওপর অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে তার ভার মামা ও মামিদের বাধার মুখে পড়ায় তারা মৌলিক চাহিদা থেকেও বঞ্চিত হচ্ছেন।

    দেবীগঞ্জ পৌরসভার মধ্যপাড়া এলাকার বাসিন্দা রাজু জানান, ২০১০ সালে তার মা তিন ভাইয়ের নামে সাড়ে তিন শতক জমি দান করেন। ২০১৯ সালে তিনি বাকি দুই ভাইয়ের অংশও কিনে নেন। এরপর থেকেই মামা আজিজার রহমানসহ আত্মীয়দের সঙ্গে জমি নিয়ে বিরোধ শুরু হয়। তাদের বাধার কারণে চলাচলের রাস্তা বন্ধ হওয়ার পাশাপাশি টয়লেট ও টিউবওয়েল বসাতেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। দীর্ঘদিন থেকে দুই কিলোমিটার দূরে ভাইয়ের বাড়িতে গিয়ে টয়লেট ও পানি ব্যবহার করতে হচ্ছে।

    রাজু জানান, চলতি বছরের ৯ এপ্রিল তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেন। ১৬ এপ্রিল গণশুনানিতে ইউএনও তার পক্ষে রায় দিয়ে স্থাপনা গড়ার অনুমতি দিলেও পরে মামা পক্ষ আবার বাধা দেয়।

    রাজুর স্ত্রী বলেন, ১৫ বছর ধরে এখানে আছি, অথচ এখন আমার টয়লেট নেই, টিউবওয়েল নেই। চালও ভেঙে দিয়েছে। রাজু বলেন, আমার কাগজপত্র ঠিক, ইউএনও পক্ষে রায় দিয়েছেন, তারপরও বাধা দিচ্ছে। পুলিশও ঘুরাচ্ছে। আমি সবার কাছে বিচার চাই।

    অন্যদিকে অভিযুক্ত মামা আজিজার রহমান দাবি করেন, তাদের বোন ২০১০ সালে জমি দান করেছিলেন, পরে ভিন্নভাবে নাবালক সন্তানদের নামে দানপত্র করা হয়। বিষয়টি আদালতে চলমান বলে জানান তিনি। তিনি আরও দাবি করেন, যে টয়লেট ও টিউবওয়েলের কথা বলা হচ্ছে তা তার ছোট ভাইয়ের।

    ইউএনও মো. মাহমুদুল হাসান বলেন, কাগজপত্র দেখে রাজুর স্বত্ব আছে নিশ্চিত হয়েছি এবং তাকে স্থাপনা গড়ার অনুমতি দেওয়া হয়েছে। কেউ বাধা দিলে পুলিশ ব্যবস্থা নিতে পারবে।

    দেবীগঞ্জ থানার ওসি মো. সোয়েল রানা বলেন, রাজু থানায় অভিযোগ করেছিল, আমরা স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেছি। পরে গণশুনানিতে ইউএনও মহোদয় লিখিত আদেশ দেন এবং আদালতে যাওয়ার পরামর্শ দেন। তথাপি পুলিশ বিষয়টি সতর্ক দৃষ্টিতে রেখেছে এবং রাজুকে সহযোগিতা করা হচ্ছে।

    এদিকে স্থানীয়রা পরিবারটির দুর্দশার দ্রুত সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…