৯৯দিন পর জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিনঝাড় আহমাদিয়া দাখিল মাদ্রাসায় চুরি হওয়া মালামাল উদ্ধারসহ লিটন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) দুপুর ১টায় পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব স্বাক্ষরিত একটি প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃত লিটন হলেন- একই এলাকার নওজোর গ্রামের হাসেমের ছেলে বলে জানাগেছে। পরে লিটনের তথ্য মোতাবেক আশুলিয়া থানা এলাকা হতে চোরাই যাওয়া মালামাল একটি মনিটর, তিনটি সিপিইউ, একটি হার্ডডিস্ক, একটি সিসি ক্যামেরার বক্স উদ্ধার করা হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ১৭ জানুয়ারিতে জেলার তিলকপুর ইউনিয়নের বিনঝাড় আহমাদিয়া দাখিল মাদ্রাসায় ঘুমিয়ে ছিল নৈশ প্রহরী মোবারক আলী। তখন রাত ৪টা ১৫ মিনিটে তার পাশ দিয়ে কয়েকজন লোক যাওয়ার শব্দ পেয়ে তিনি চিল্লা চিল্লি করলে তারা তাড়াহুরা করে চলে যায়। এরপর তিনি উঠে দেখতে পান অফিস কক্ষের তালা ভাংগা এবং ৭টি স্টিলের আলমিরার তালাসহ দরজা ভাংগা, কাগজপত্র ফাইল বিক্ষিপ্তভাবে মেঝেতে ছড়ানো। ঘটনার দু'দিন পর আক্কেলপুর থানায় হাজির হয়ে একটি চুরি মামলা দায়ের করেন মাদ্রাসার সুপার আইয়ুব হোসেন।
জয়পুরহাটের পুলিশ সুপারের দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত একই এলাকার লিটন নামে এক যুবককে সনাক্ত করেন এবং তথ্য প্রযুক্তির সহায়তায় জয়পুরহাট ডিবি পুলিশের একটি চৌকস টিম যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনায় জড়িত থাকার কথা অকপটে স্বীকার করে এবং বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, ঘটনার সাথে জড়িত চোরচক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এআই