এইমাত্র
  • নভেম্বরে ৫৩৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৩ ও আহত ১৩১৭ জন
  • ছয় মাসের মাথায় চাকরি হারালেন আনচেলত্তি
  • নিকুঞ্জের সামনে ট্রাক উল্টে এয়ারপোর্ট রোডে তীব্র যানজট
  • রাজধানী থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার
  • খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্রিফিং করবেন ব্যক্তিগত চিকিৎসক
  • ভারতীয় ভিসা সেন্টার চালু
  • মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
  • যেসব এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
  • মালয়েশিয়ার অভিযানে ৭২ বাংলাদেশিসহ আটক ৪০২ জন
  • প্রবাসীদের বড় ধরনের সুসংবাদ দিলো সৌদি আরব
  • আজ বৃহস্পতিবার, ৪ পৌষ, ১৪৩২ | ১৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    পঞ্চগড়ে পাগলা কুকুরের কামড়ে শিশু আহত

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৪:০৩ পিএম
    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৪:০৩ পিএম

    পঞ্চগড়ে পাগলা কুকুরের কামড়ে শিশু আহত

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৪:০৩ পিএম

    পঞ্চগড়ের দেবীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে মুয়াজ আব্দুল্লাহ নামে পাঁচ বছরের এক শিশু আহত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় দেবীগঞ্জ পৌরসভার সবুজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কুকুরের কামড়ের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

    আহত শিশু মুয়াজ সবুজপাড়া এলাকার ওমর ফারুকের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে বোনসহ অন্যান্য ছেলেমেয়েদের সঙ্গে বাড়ির সামনে খেলছিল মুয়াজ। এ সময় হঠাৎ একটি কুকুর এসে তার পায়ে কামড় দেয় এবং মাংস ছিঁড়ে ফেলে। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে কুকুরটি পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা মুয়াজকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাড়িতে নিয়ে আসা হয়।

    মুয়াজের মা মিনু আরা বেগম জানান, হাসপাতালে ভ্যাকসিন না থাকায় ছেলেকে নিয়ে পঞ্চগড় যেতে হবে। তার ছেলের পায়ে গভীর ক্ষত হয়েছে এবং সে এখনও আতঙ্কে রয়েছে।

    এদিকে, দেবীগঞ্জে পাগলা কুকুরের উৎপাত দিন দিন বেড়ে চলেছে। প্রায় প্রতিদিনই কেউ না কেউ কুকুরের কামড়ে আহত হচ্ছে। এতে করে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন স্থানীয়রা, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা।

    স্থানীয় স্কুলশিক্ষক মো. নাবিউল হাসান বলেন, কুকুরের উৎপাত এখন নিয়মিত ঘটনা। ছেলে-মেয়েদের স্কুলে পাঠানো ও রাতে বাইরে বের হওয়া নিয়ে পরিবারের সদস্যরা সবসময় চিন্তায় থাকেন। তিনি দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

    দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাহমুদুল হাসান বলেন, বর্তমানে প্রচলিত আইনের কারণে কুকুর নিধন সম্ভব নয়। তবে জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে শিগগিরই পৌর এলাকায় কুকুরের টিকাদান কার্যক্রম শুরু করা হবে। এতে র‍্যাবিসসহ অন্যান্য সংক্রামক রোগের ঝুঁকি হ্রাস পাবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…