এইমাত্র
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • ‘হাদীর উপর হামলাকারীরা সীমান্ত ব্যবহার করে পালানোর তথ্য নিশ্চিত নয়’
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নরসিংদীতে একাধিক মামলার আসামি এরশাদ গ্রেফতার

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৫:৩৭ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৫:৩৭ পিএম

    নরসিংদীতে একাধিক মামলার আসামি এরশাদ গ্রেফতার

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৫:৩৭ পিএম

    নরসিংদীতে হত্যা, লুট, অগ্নি সংযোগসহ একাধিক মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী এরশাদ মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাব।

    শনিবার (২৬ এপ্রিল) দুপুরে র‍্যাব-১১, নরসিংদী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সদমান ইবনে আলমের স্বাক্ষরিত প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

    জানা যায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী এর আভিযানিক দল সদর উপজেলার বেলদি এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘদিন যাবত পালিয়ে থাকা এরশাদ মিয়াকে গ্রেপ্তার করে। পরে গ্রেফতারকৃত আসামিকে রায়পুরা থানায় হস্তান্তর করা হয়।

    এরশাদ মিয়া রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলিয়াকান্দি গ্রামের মালেক মোল্লার ছেলে। তার বিরুদ্ধে এলাকায় হত্যা, অগ্নিসংযোগ, লুট, চাদবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এসব ঘটনায় দীর্ঘদিন যাবত সে এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপনে ছিল বলে জানা গেছে।

    পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে বাঁশগাড়ী বাজারের পল্লী চিকিৎসক আবদুল্লাহকে গত বছর ১ নভেম্বর রাতে এরশাদ ও তার ১০ থেকে ১২ জন সহযোগী মিলে কুপিয়ে ও এলোপাথারি কিল-ঘুষির মাধ্যমে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরন করে ঐ পল্লী চিকিৎসক। এই ঘটনার পর থেকে পালিয়ে যায় এরশাদসহ তার ১০ থেকে ১২ জন সহযোগী।

    ঘটনার পর ভুক্তভোগী পরিবার রায়পুরা থানায় মামলা দায়ের করলে আসামিদের গ্রেপ্তারে নামে র‍্যাব ১১। এরই ধারাবাহিকতায় শনিবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী এর আভিযানিক দল সদর উপজেলার বেলদি এলাকায় অভিযান পরিচালনা করে এরশাদ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

    রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল জব্বার জানান, হত্যাসহ একাধিক মামলার আসামি এরশাদকে গ্রেফতার করে রায়পুরা থানায় হস্তান্তর করেছে র‍্যাব-১১। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…