এইমাত্র
  • বেনাপোল বন্দর দিয়ে ১২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি
  • কুয়াকাটায় চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ
  • পুরো আইপিএলের জন্য এনওসি পাবে মুস্তাফিজ, তবে
  • নভেম্বরে ৫৩৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৩ ও আহত ১৩১৭ জন
  • ছয় মাসের মাথায় চাকরি হারালেন আনচেলত্তি
  • নিকুঞ্জের সামনে ট্রাক উল্টে এয়ারপোর্ট রোডে তীব্র যানজট
  • রাজধানী থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার
  • খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্রিফিং করবেন ব্যক্তিগত চিকিৎসক
  • ভারতীয় ভিসা সেন্টার চালু
  • মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
  • আজ বৃহস্পতিবার, ৪ পৌষ, ১৪৩২ | ১৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বরিশালে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা নিহত

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৬:৩১ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৬:৩১ পিএম

    বরিশালে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা নিহত

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৬:৩১ পিএম

    বরিশালের বানারীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার শাবলের আঘাতে চাচা নিহত হয়েছেন। ঘটনাটি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামে ঘটেছে।

    নিহত সুলতান হোসেন খান (৪৫) পার্শ্ববর্তী স্বরূপকাঠি উপজেলার ইন্দেরহাট বন্দর বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন।

    বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন, ঘটনার ২১ দিন পর শনিবার (২৬ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটার দিকে রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলতান হোসেন খান মৃত্যু হয়েছে।

    ওসি আরও জানান, এ ঘটনায় পূর্বের দায়েরকৃত মামলাটিকে হত্যা মামলায় রূপান্তর করা হবে। পূর্বের মামলায় নিহতের বড় ভাই শাহজাহান খান ও ভাতিজা রুবেল খান বর্তমানে বরিশাল কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

    পূর্বের মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমির বন্টন সংক্রান্ত বিরোধের জেরধরে গত ৫ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে শাহজাহান খান ও তার ছোটভাই সুলতান হোসেন খানের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে শাহজাহানের ছেলে রুবেল খান চাচা সুলতান হোসেন খানকে শাবল দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেন। ওই রাতেই আহত সুলতান খানকে প্রথমে বানারীপাড়া উপজেলা হাসপাতালে ও পরে সেখান থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর পিজি হাসপাতালে ভর্তি করা হয়।

    এ ঘটনায় গত ৬ এপ্রিল সুলতান হোসেন খানের বোন নাসিমা বেগম বাদি হয়ে বড় ভাই শাহজাহান খান, তার ছেলে রুবেল খান, ভাতিজার স্ত্রী লামিয়া আক্তার, বোন নিলুফা বেগম, মারুফা বেগম, বোনজামাতা মোশারফ হোসেন ও শাহ আলমকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।

    পুলিশ ওই দিনই (৬ এপ্রিল) অভিযান চালিয়ে এজাহারভূক্ত আসামি শাহজাহান খান, রুবেল খান ও লামিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন। পরবর্তীতে লামিয়া জামিনে বের হলেও শাহাজান খান ও তার ছেলে রুবেল খান বরিশাল জেলহাজতে রয়েছেন।

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…