এইমাত্র
  • নভেম্বরে ৫৩৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৩ ও আহত ১৩১৭ জন
  • ছয় মাসের মাথায় চাকরি হারালেন আনচেলত্তি
  • নিকুঞ্জের সামনে ট্রাক উল্টে এয়ারপোর্ট রোডে তীব্র যানজট
  • রাজধানী থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার
  • খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্রিফিং করবেন ব্যক্তিগত চিকিৎসক
  • ভারতীয় ভিসা সেন্টার চালু
  • মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
  • যেসব এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
  • মালয়েশিয়ার অভিযানে ৭২ বাংলাদেশিসহ আটক ৪০২ জন
  • প্রবাসীদের বড় ধরনের সুসংবাদ দিলো সৌদি আরব
  • আজ বৃহস্পতিবার, ৪ পৌষ, ১৪৩২ | ১৮ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    পাঁচ থেকে সাত বছরের যুদ্ধবিরতিতে সম্মতি, তবে অস্ত্র ছাড়তে রাজি নয় হামাস

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১০:৪৭ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১০:৪৭ পিএম

    পাঁচ থেকে সাত বছরের যুদ্ধবিরতিতে সম্মতি, তবে অস্ত্র ছাড়তে রাজি নয় হামাস

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১০:৪৭ পিএম

    গাজা নিয়ে ইসরায়েলে সঙ্গে কয়েক বছর যুদ্ধবিরতিতে সম্মত হলেও অস্ত্র ছাড়তে রাজি নয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার (২৬ এপ্রিল) এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর রয়টার্স

    ফিলিস্তিনের এই ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠীর নেতারা কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় নিয়ে আয়োজিত বৈঠকে এ কথা বলেন।

    আলোচনায় অংশ নেয়া একটি ঘনিষ্ঠ সূত্র রয়টার্সকে জানিয়েছে, হামাস তাদের প্রস্তাবের পক্ষে মধ্যস্থতাকারীদের সমর্থন গড়ে তুলতে আশাবাদী।
    সূত্র আরও জানায়- যুদ্ধের অবসান, গাজার পুনর্গঠন, ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনিদের মুক্তি এবং সকল বন্দির মুক্তির বিনিময়ে হামাস পাঁচ থেকে সাত বছরের একটি যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে।

    হামাসের মিডিয়া উপদেষ্টা তাহের আল নোনো বলেন, ‘যুদ্ধবিরতির মেয়াদ আমরা প্রত্যাখ্যান করছি না, আমরা কাঠামোর মধ্যে এটি নিয়ে আলোচনা করতে প্রস্তুত। যুদ্ধ শেষ করার যে কোনো গঠনমূলক প্রস্তাবের প্রতি আমাদের সম্মতি আছে।

    তবে নোনো ইসরায়েলের একটি মূল দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। যেখানে হামাসকে অস্ত্র সমর্পণ করতে বলা হয়েছিল। ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণ চাইছে।

    নোনো বলেন, ‘আমাদের অস্ত্র নিয়ে কোনো আলোচনা হবে না, দখলদারিত্ব যতদিন থাকবে এই অস্ত্র আমাদের হাতেই থাকবে।

    যদিও হামাসের প্রতিষ্ঠাকালীন সনদে ইসরায়েলের ধ্বংসের আহ্বান জানানো হয়েছে। তবে অতীতে তারা ইঙ্গিত দিয়েছিল যে, ইসরায়েলি দখলদারিত্বের অবসানের বিনিময়ে তারা একটি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে।

    ইসরায়েলের উপ-পররাষ্ট্রমন্ত্রী শ্যারেন হাসকেল চলতি সপ্তাহে বলেছেন, ইসরায়েলের মূল দাবিগুলো পূরণ না হলে নতুন প্রস্তাবের মাধ্যমে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম।

    মঙ্গলবার জেরুজালেমে হাসকেল বলেন, ‘হামাস যদি অবশিষ্ট ৫৯ জন জিম্মিকে মুক্তি দিত এবং অস্ত্র সমর্পণ করত, তবে যুদ্ধ আগামীকালই শেষ হত।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…