এইমাত্র
  • রোহিঙ্গা ক্যাম্পে ফুটবল টার্ফকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কা
  • বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা, প্রতিপক্ষ যারা
  • কুমিল্লায় দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো চালু
  • বেনাপোল বন্দর দিয়ে ১২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি
  • কুয়াকাটায় চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ
  • পুরো আইপিএলের জন্য এনওসি পাবে মুস্তাফিজ, তবে
  • নভেম্বরে ৫৩৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৩ ও আহত ১৩১৭ জন
  • ছয় মাসের মাথায় চাকরি হারালেন আনচেলত্তি
  • নিকুঞ্জের সামনে ট্রাক উল্টে এয়ারপোর্ট রোডে তীব্র যানজট
  • রাজধানী থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার
  • আজ বৃহস্পতিবার, ৪ পৌষ, ১৪৩২ | ১৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    খানসামায় লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

    ফারুক আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০১:৪০ পিএম
    ফারুক আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০১:৪০ পিএম

    খানসামায় লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

    ফারুক আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০১:৪০ পিএম

    দিনাজপুরের খানসামা উপজেলায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার ঘোষ। সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: মোছা: নাজনিন নাহার এবং উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন, ডা মোঃ আব্দুল্লা আল কাফি রোমান ও মাঠ পর্যায়ের কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন গ্রামের খামারি ও পশুপালকরা।

    সভায় বক্তারা বলেন, লাম্পি স্কিন ডিজিজ বর্তমানে গবাদিপশুর জন্য একটি বড় ধরনের ভাইরাসজনিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই রোগে আক্রান্ত পশুর শরীরে গুটি সৃষ্টি হয়, জ্বর আসে, খাবার কমে যায় এবং দুধ উৎপাদন কমে যায়। রোগটি দ্রুত সংক্রমিত হয় এবং এক পশু থেকে অন্য পশুতে ছড়িয়ে পড়ে।

    ডা. রতন কুমার ঘোষ তার বক্তব্যে বলেন, লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো সময়মতো টিকা প্রদান। একই সঙ্গে আক্রান্ত পশুকে অন্য পশু থেকে আলাদা রাখতে হবে এবং পশুর বাসস্থান পরিষ্কার রাখতে হবে। সচেতনতা ও প্রতিরোধই এই রোগ থেকে রক্ষার মূলমন্ত্র।

    সভায় উপস্থিত খামারিদের মধ্যে লিফলেট ও সচেতনতামূলক প্রচার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা গবাদিপশু রাখার সঠিক নিয়ম, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সঠিক খাবার ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

    সভা শেষে খামারিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং লাম্পি স্কিন ডিজিজের প্রকোপ কমাতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, উপজেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতেও দ্রুত টিকাদান কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…