কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় চলমান এসএসসি সমমান দাখিল পরীক্ষায় অনিয়মের অভিযোগে মোঃ আবদুল হালিম (৪৮) নামের এক শিক্ষককে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় তাকে ২০০ টাকা জরিমানাও করা হয়।
রবিবার (২৭ এপ্রিল) উপজেলার মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। কারাদণ্ডপ্রাপ্ত মো: আবদুল হালিম চকদিঘা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার।
জানা যায়, রবিবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে ইংরেজী ১ম পত্র পরীক্ষায় উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের চকদিঘা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মো: আবদুল হালিম প্রশ্নের ছবি তুলে কেন্দ্রের বাইরে নিয়ে যাওয়ার সময় কেন্দ্রে উপস্থিত শিক্ষকগণ তাকে আটক করে। পরে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দেন।
এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেন বিষয়টি সময়ের কণ্ঠস্বরকে নিশ্চিত করেছেন।
এসআর